নওগাঁর পত্নীতলায় আদিবাসীদের সারহুল পার্বণ অনুষ্ঠিত

আলহাজ্ব বুলবুল চৌধুরী, নওগাঁ প্রতিনিধি – হামনিক্যের সংস্কৃতি, হামনিক্যের পরিচয়” এই শ্লোগানকে সামনে রেখে নওগাঁর পত্নীতলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠানে আদিবাসীদের সারহুল পার্বণ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ ওরাওঁ কালচার ফোরাম (ওরাওঁ বিডি) এর আয়োজনে পত্নীতলা ও নওগাঁ জেলার আদিবাসী সমাজের সার্বিক সহযোগিতায়  নিজেদের সংস্কৃতি রক্ষায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল আউয়াল। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলীমুজ্জামান মিলন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া, পত্নীতলা থানার ওসি (তদন্ত) আবু তালেব, বাংলাদেশ ওরাওঁ কালচার ফোরাম (ওরাও বিডি)এর কেন্দ্রীয় কমিটির সভাপতি রনিকান্ত তির্কি।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান পত্নীতলা নওগাঁর পরিচালক যোগেন্দ্র নাথ সরকার। জেলা জাতীয় আদিবাসী পরিষদ সভাপতি আমিন কুজুর, সাধারণ সম্পাদক দিপংকর লাকড়া, জাতীয় আদিবাসী পরিষদ পত্নীতলা উপজেলা শাখার সভাপতি সুবোধ তির্কি, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক কোষাধ্যক্ষ সুধীর তির্কি, আদিবাসী প্রতিনিধি ও পত্নীতলা খ্রিস্টান উপাসনা কমিটির সভাপতি যতিন টপ্য, দিঘরী রাজা পরিষদ রাজা গোদাগাড়ী রাজশাহীর নিরেন চন্দ্র খালকো, সোনাদীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও সাদরি ভাষার লেখক এনসিটিবি’র  কল্যাণী মিঞ্জী। 

আদিবাসী সমাজ সেবক পত্নীতলা নওগাঁর হেমন্ত কেরকেটার সভাপতিত্বে এবং বাংলাদেশ ওরাও কালচার ফোরাম (ওরাও বিডি) কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক ইঞ্জিঃ রিপন তির্কী ও সাংগঠনিক সম্পাদক মানিক এক্কার সঞ্চলানায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পি.এইচ.ডি সহ আলোচক হিসেবে ওরাওঁ বা চিন্তাবিদ ক্লেমেন্ট তির্কী, আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনা কমিটির পক্ষে-বাংলাদেশ ওরাও কালচার ফোরাম (ওরাও বিভি) নজিপুর পত্নীতলা নওগাঁর আহ্বায়ক দীপন বারোয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *