এ.বি.এম.হাবিব : নওগাঁ জেলার রানীনগর উপজেলার ত্রিমোহনী হাটের পার্শেই মৃত দুলাল মন্ডলের ছেলে রায়হান ছোবান হাসুকে হত্যার উদ্দেশ্যে বাড়ীতে আগুন জ্বালিয়ে দিয়েছে দূর্বৃত্তরা।
সরেজমিনে জানা যায়, রায়হা ছোবান একজন আত্নসর্মপনকারী চরমপন্থীর সদস্য ছিলেন। আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে ২০১৯ সালে পাবনায় আত্মসমর্পণ করে বাড়ীতে এসে স্বাভাবিক জীবন-যাপন শুরু করেন এবং প্রশাসনের কর্মচারী,কর্মকর্তাদের বিভিন্ন ভাবে সহায়তা করে আসছেন।
গত (১৯মার্চ) মঙ্গলবার দিবাগত রাত অনুমান ২টার সময় (বুধবার), পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা ধাতব পদার্থ ছিটিয়ে তাকেসহ পরিবারের সকলকে হত্যার উদ্দ্যেশে বাড়ীতে আগুন জ্বালিয়ে দিয়ে পালিয়ে যায় বলে বাড়ীর সকলেই সাংবাদিকদের জানান। ওই দিন রাতে বাড়ীতে পরিবারের ৫জন সদস্য ঘুমচ্ছিলেন। প্রতিবেশি ও হাসুর মায়ের ডাক চিৎকারে পরিবারের সকলে জেগে উঠে প্রতিবেশিসহ আগুন নেভানোর চেষ্টা করেন এবং মোবাইলের মাধ্যমে ফায়ার সার্ভিসে খবর দেন। হাসুর মা বলেন,তার শয়ন ঘরের ঘরের যে কোণা থেকে আগুনের উৎপত্তি হয়েছিল, সেখানে কোন বৈদ্যুতিক তার বা লাইন ছিল না। আগুন নেভানোর জন্য পানি দিলে সেই আগুন আরো বেশি ভয়াবহ ভাবে ছড়িয়ে পড়ছিলো। এতে বাড়ীতে রাখা নগদ টাকাসহ বাড়ীঘরের সকল আসবারপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে সবকিছু মিলে প্রায় ১লক্ষ ২০ হাজার নগদ টাকাসহ প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীর পরিবারসহ স্থানীয়রা জানায়। এ বিষয়ে রানীনগর থানায় মো.রায়হান ছোবান হাসু বাদী হয়ে একটি লিখিত অভিযোগ করেছেন।
মো.রায়হান ছোবান হাসু জানান, কিছু দিন আগে এলাকার কিছু নেতাকর্মীদের দূর্নীতির বিষয়ে ফেসবুকে একটি স্টাটাস দিয়েছিলেন, এতে করে নেতারা তাকে বিভিন্ন ভাবে হুমকি-ধামকি দিয়ে আসছিল। ভুক্তভোগীসহ স্থানীয়রা জানায়,সেই ফেসবুকের পোস্টকে কেন্দ্র করেই তাকেও তার পরিবারের সকলকে হত্যার উদ্দেশ্যেই এই আগুন জ্বালিয়ে দিয়েছে বলে সকলেই প্রাথমিক অবস্থায় সকলের সন্ধেহ হচ্ছে বলে তারা ধারণা করছেন।
এ বিষয়ে রানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজ মোহাম্মদ রায়হান এর সাথে মোবাইলে কথা হলে তিনি জানান, লিখিত অভিযোগ তিনি পেয়েছেন, সে মতাবেক তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাবস্থা গ্রহণ করবেন বলে তিনি জানান।