নওগাঁয় পুর্ব শত্রুতায় হত্যার উদ্দেশ্য শিশুর মাথায় কোপ

এ.বি.এম.হাবিব : নওগাঁয় জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে হত্যার উদ্দেশ্যে দশ বছরের শিশুর মাথায় কোপ দেয়ার অভিযোগ উঠেছে। বর্তমানে আহত ঐ শিশুটি নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে নওগাঁ সদরের চক তাঁতারু (হাজীপাড়া) গ্রামে। আহত ঐ শিশুর নাম মোহনা (১০)। সে একই গ্রামের মহসীন আলীর মেয়ে। এঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ঐ শিশুটির বাবা। তবে ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও কোন আসামী আটক কিংবা ঘটনাস্থলে যায়নি পুলিশ।

থানার অভিযোগ সূত্রে জানাগেছে- আহত ঐ শিশুর বাবা মহসীন আলীর সাথে একই গ্রামের মৃত বাহার উদ্দিনের ছেলে আলম হোসেন (৫০) এর সাথে দীর্ঘদিন ধরে জমি-জমা সংক্রান্ত বিষয়াদি নিয়ে বিরোধ চলছিল। এঘটনার জেরে বিভিন্ন সময় মহসীন আলীর পরিবারকে আলম ও তার দুই ছেলে সৌরভ (২৫), সোহান (২২) ক্ষতি সাধনের হুমকি দিয়ে আসছিলেন। এমতাবস্থায় গত (৪আগষ্ট) মহসীন আলীর মেয়ে মোহনা বসত বাড়ির সামনে পুকুরে পাড়ে অন্যান্য বাচ্চাদের সাথে খেলা ধুলা করার একপর্যায়ে গন্ডোগোল বাধে। এসময় সৌরভ ও সোহান এসে বাচ্চাটি (মোহনা)কে মারধোর শুরু করে। একপর্যায়ে ধারালো হাসুয়া দিয়ে সৌরভ শিশুটির মাথায় কোপ দিলে সে রক্তাক্ত যখম হয়ে মাটিতে লুটিয়ে পড়লে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে শিশুটির ডাক চিৎকারে এলাকার লোকজন ঘটনাস্থলে ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যান।
এঘটনায় শিশুটির বাবা মহসীন আলী বাদী হয়ে ঐ দিন সন্ধ্যায় আলম ও তার দুই ছেলে সৌরভ এবং সোহানের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তবে ঘটনার ২ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত এ ঘটনার সাথে জড়িত কোন আসামীকে আটক করেনি পুলিশ।

আহত ঐ শিশুর মা বুলবুলি খাতুন বলেন- আমার মেয়ে স্কুল থেকে ফিরে অভিযুক্ত সৌরভের ভাগ্নি ও আরো বাচ্চারা একসাথে খেলছিল। খেলতে খেলতে বাচ্চারা কি নিয়ে যেন মারামারি লাগছে এমন সময় সৌরভ ও সোহান ছুটে এসে আমার মেয়েকে মারতে মারতে মেরে ফেলার উদ্দেশ্যে মাথায় হাসুয়া দিয়ে কোপ মারছে। আমর মেয়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে ছিল। হাসপাতালে আনার পর মাথায় ৪টি সেলায় দেয়া লাগছে। ডা: বলছে অল্পের জন্য আমার মেয়েটা বেঁচে গেছে আর একটু গভিরে লাগলে আমার মেয়ে মারা যেত।
তিনি আরো বলেন- জমিজমা নিয়ে বিরোধ আমাদের সাথে। আমার বাচ্চা তো তাদের কোন ক্ষতি করেনি, আমার বাচ্চাকে কেন আঘাত করলো আমরা এর সুষ্ট বিচার চাই।

আহত ঐ শিশুর বাবা মহসীন আলী বলেন-আমার মেয়েকে মেরে ফেলার উদ্দেশ্যে তারা হামলা করেছে। বিভিন্ন সময় তারা আমাদেরকে হত্যার হুমকি দিয়ে আসছিল। তার প্রেক্ষিতে এই হামলা করা হয়েছে। আমি এঘটনায় থানায় অভিযোগ দিয়েছি কিন্তু পুলিশ আমাকে সহযোগীতা করছেনা। ঘটনার ২দিন পেরিয়ে গেল অথচ কোন আসামী আটক করেনি। কিংবা আমার সাথেও কথা বলেনি, কোন পুলিশ আমার মেয়েকেও হাসপাতালে দেখতে আসেনি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সোহান অভিযোগ অস্বিকার করে বলেন- আমরা ঘটনাস্থলে ছিলাম না। বাচ্চারা মারামারি লাগছে আমার সাড়ে ৩বছরের ভাগনা (হুজাইফা)র হাতে একটা এসএস পাইপ ছিল সেটা দিয়ে মাথায় আঘাত করছে হয়ত সামন্য কেটে গেছে। আমরা তার চিকিৎসা খরচও দিতে চেয়েছি তারা নেয়নি। আমরা দুই ভাই রাতে বাড়িতে এসে ঘটনাটি জেনেছি। আমাদের বিষয়ে যে অভিযোগ করা হয়েছে সেটা সম্পূর্ন মিথ্যে।

এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দীকী বলেন- প্রতিদিন তো অনেক অভিযোগ আসে, সব বিষয় আমার নলেজে থাকেনা। এ বিষয়ে অভিযোগ হয়েছে কিনা আমার জানা নেই। যদি গুরুত্বর কিছু হয়ে থাকে তাহলে ভিকটিমকে আমার কাছে পাঠান। অভিযোগ দেয়া থাকলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে অবশ্যই আইগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com