ধামরাইয়ে হাত-পা বাধা অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

রোমানো, সাভার, ধামরাই : ঢাকার ধামরাইয়ে অজ্ঞাতনামা ব্যক্তির হাত-পা বাধা অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি গলে যাওয়ায় তার পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে পুলিশ। বুধবার (১২ মার্চ) দুপুরে ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের আকশির নগর হাউজিংয়ের ভিতরের একটি মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে ওই এলাকা থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। নিহতের হাত-পা বাধা ছিল ও গলায় গামছা পেচানো ছিল। প্রাথমিকভাবো ধারনা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে।

ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম  বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।