চ্যানেল7বিডি ডেক্স: প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস সতর্ক করেছেন যে, পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টির উদ্দেশ্যে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করছে। তিনি বলেন, আমাদের এখন যুদ্ধকালীন সতর্কতায় থাকতে হবে।
নারী ও শিশুদের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতার আহ্বান
আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ইউনূস বলেন—
নারী ও শিশুদের সুরক্ষায় সবাইকে সজাগ থাকতে হবে। নিপীড়নের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তুলুন, একে অপরের পাশে দাঁড়ান, সরকারকে সহযোগিতা করুন।
তিনি আরও বলেন, একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সম্মিলিত প্রচেষ্টার বিকল্প নেই।
নারীদের সংগ্রামের ইতিহাস ও বর্তমান বাস্তবতা
প্রফেসর ইউনূস বলেন—
আজ নারীরা যে অধিকার ও স্বাধীনতা ভোগ করছেন, তা সংগ্রামের ফসল। আন্তর্জাতিক নারী দিবসের শুরু হয়েছিল অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকারের দাবিতে।
বাংলাদেশের নারীরা যুগে যুগে সংগ্রাম করেছে— তেভাগা আন্দোলন, ব্রিটিশবিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে তারা সাহসী ভূমিকা রেখেছে।
অনেক বীর নারী ইতিহাস থেকে হারিয়ে গেছেন, তবে ‘জুলাই কন্যাদের’ আত্মত্যাগ আমরা ভুলতে দেব না।
নতুন বাংলাদেশ গড়তে নারী-পুরুষের যৌথ প্রচেষ্টার আহ্বান
প্রধান উপদেষ্টা বলেন—
জুলাই গণঅভ্যুত্থানের নারীরা তাদের সংগ্রাম ও স্বপ্নের কথা জানিয়েছে। নতুন বাংলাদেশ গড়তে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতেই হবে।
নারীর অধিকারের প্রতিষ্ঠায় পুরুষদেরও সহযোদ্ধা হতে হবে।
আমরা এমন এক নতুন বাংলাদেশ চাই, যেখানে বাবা-মা, ভাই-বোন সবার অধিকার স্বীকৃত হবে।
নারীর ক্ষমতায়নে অঙ্গীকার
প্রফেসর ইউনূস বলেন—
আন্তর্জাতিক নারী দিবস আমাদের ইতিহাসের শিক্ষা দেয়, অনুপ্রেরণা ও সাহস জোগায়।
সমাজে নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য সব প্রতিবন্ধকতা দূর করতেই হবে।
আমরা নতুন বাংলাদেশ গড়ব— এটাই আমাদের প্রতিজ্ঞা।
তথ্যসূত্র: বাসস