দেশে অব্যাহত ধর্ষন ও নিপীড়নের বিচারের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি: “খুন-ধর্ষন নিপীড়ন, রুখে দাড়াও জনগন” এই শ্লোগানকে সামনে রেখে দেশে অব্যাহত ধর্ষন ও নিপীড়নের বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে কুষ্টিয়ায় । বুধবার দুপুরে কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে আলেম উলামা ও জাতীয় মানবাধিকার পরিষদকুষ্টিয়া জেলা শাখা ও সর্বস্তরের জনগণের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানবাধিকার পরিষদের কুষ্টিয়া জেলা সভাপতি খালিদ হাসান সিপাই এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় মানবাধিকার পরিষদের চেয়ারম্যান আ স ম মোস্তফা কামাল, মাজালিসুল মুফাসসিরীন এর খুলনা বিভাগীয় সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা ইব্রাহিম খলিল মুজাহিদ, মুফাস্সীর পরিষদের কুষ্টিয়া জেলা শাখার সহ-সভাপতি আলহাজ্ব মুফতি মাওলানা আলী হোসাইন ফারুকী, সেক্রেটারি মাওলানা ফারুক আযম জিহাদী, উলামা বিভাগের নেতা মাওলানা নজিবুর রহমান, মাওলানা আবুল হাশেম, মাওলানা আনোয়ারুল ইসলাম, জাতীয় তৃনমুলের সহ-সভাপতি মোজাম্মেল হোসেন মোনো, সমাজসেবক রুহুল আমিন, সাংবাদিক নুরুল কাদের, মাওলানা সাব্বির আহমেদ, সাংবাদিক আব্দুল কুদ্দুস,হাফেজ মোজাম্মেল হক, মাওলানা আবুল হাশেম, শিক্ষক নেতা তছিমদ্দিন, মাওলানা নজিবুর রহমান, মাওলানা মোজাম্মেল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বিভিন্ন সংগঠন ও দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেনী পেশার ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন।

মানববন্ধনে সরকারের কাছে দাবি তুলে নেতৃবৃন্দ বলেন, জুলাই-আগস্ট বিপ্লবের পর মানুষের প্রত্যাশা ছিল সকল শ্রেণি-পেশার মানুষ পূর্ণ নিরাপত্তা পাবে। দেশে আইনের শাসন ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠা লাভ করবে। আওয়ামী দুঃশাসন যেখানে ধর্ষণের পর সেঞ্চুরি পালনের মতো ঘটনা ঘটেছিল, বিগত আওয়ামী সরকারের শেষের ছয় বছরে তিতালি­শ হাজার নারী ও শিশু ধর্ষনের ঘটনা ঘটেছে বলে বিভিন্ন রিপোর্টে জানা যায় এবং গুম-খুন ছিল নিত্য-নৈমিত্তিক ঘটনা তার চির অবসান ঘটবে কিন্তু তা পুরোপুরি সম্ভব হয়নি।

বর্তমানে দেশকে অস্থিতিশীল করতে এক শ্রেনীর কুচক্রী মহল বিভিন্ন ইস্যুতে কাজ করে যাচ্ছে। ধর্ষণ, খুন, ইভটিজিং, চুরি ডাকাতি করে জনগণের জানমাল নিয়ে ছিনিমিনি খেলছে। অগ্নিকান্ডের মতো ঘটনা ঘটিয়ে দেশে অরাজকতা সৃষ্টির পাঁতারা করছে। এসব চক্রান্তের তীব্র প্রতিবাদ জানান বক্তারা। এছাড়াও মাগুরায় ধর্ষকদেরসহ অবিলম্বে সকলদের কঠোর বিচারের দাবী জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *