দুর্যোগ প্রশমন দিবসে রাজবাড়ীতে র‌্যালি ও সভা

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘সমন্বিত  উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ প্রতিপাদ্যে আজ সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শুরু হয় আলোচনা সভা।

সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, ফায়ার সার্ভিস সদস্য, রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবক, শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শংকর চন্দ্র বৈদ্য, জেলা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. জাকির হোসেন, দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা শাদ আহম্মেদ, রেড ক্রিসেন্ট রাজবাড়ীর  ইউনিটের নাজির সিকদার।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশের ভূগোল ও জলবায়ুগত কারণে নানা প্রাকৃতিক দুর্যোগ আমাদের নিত্যসঙ্গী। কিন্তু সচেতনতা, প্রশিক্ষণ ও প্রস্তুতি বাড়ালে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। দুর্যোগ মোকাবিলায় আধুনিক প্রযুক্তি ব্যবহার, প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক দল গঠন ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর জোর দেন বক্তারা।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে দুর্যোগ সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং সেরা স্বেচ্ছাসেবক দলকে সম্মাননা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com