দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা সজীব নিহত

শেখ শিমুল : বাগেরহাটের ডেমা ইউনিয়নের যুবদল নেতা ও সাবেক ডেমা ইউনিয়নের ইউপি সদস্য সজীব তরফদার আজ ৫ নভেম্বর বেলা ২: ১৫ মিনিটের সময় মির্জাপুর বাদুরতলা মসজিদের সামনে দূর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। এ সময় আশপাশের লোক ছুটে আসার পূর্বেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।

ঘটনাস্থলে মরদেহ ও সজীবের নিজের চালিত একটি মোটরসাইকেল রামদা ও গুলির খোসা পড়ে থাকতে দেখা যায়।

বাগেরহাট সদর থানার অফিসার ইনচার্জ ও সেনাবাহিনী ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।

এ বিষয়ে বাগেরহাট সদর থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমান বলেন, তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।