দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক বিপর্যয়ে যিনি ছিলেন অনড় এক প্রহরী —এস এম এনামুল হক

জিয়াউর রহমান গাজী, জেলা বিশেষ প্রতিনিধি (খুলনা): বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ইতিহাসে গত ১৭ বছর ছিল বিপর্যয়, দমন-পীড়ন ও নিপীড়নের এক কঠিন অধ্যায়। এই দীর্ঘ সময় জুড়ে নেতাকর্মীরা যখন মামলা-হামলা, জেল-জুলুম ও রাজনৈতিক নিগ্রহের শিকার হয়ে দিশেহারা, তখন পাইকগাছা উপজেলার একজন নেতা ছিলেন, যিনি শুধু রাজনৈতিক নেতাই নন, ছিলেন কর্মীদের অভিভাবক, সাহসের বাতিঘর। তিনি হলেন এস এম এনামুল হক।

বিএনপির প্রতিটি দুর্দিনে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, সাহস জুগিয়েছেন, পাশে দাঁড়িয়েছেন বিপন্ন কর্মীদের। কোনো কর্মীর ঘরে খাবার না থাকলে তিনি নিজে চাল কিনে দিয়েছেন। মামলা-মোকদ্দমায় জর্জরিত হলে আইনি সহায়তার ব্যবস্থা করেছেন। নিঃস্বার্থভাবে তিনি দিনরাত কাজ করে গেছেন দলের জন্য, দলের নেতাকর্মীদের জন্য। তাঁর এই সহানুভূতি, নেতৃত্ব এবং আত্মত্যাগের গল্প এখন পাইকগাছা ছাড়িয়ে সমগ্র খুলনা অঞ্চলের বিএনপি পরিবারে এক প্রেরণার উৎস।

যখন অনেকে পিছিয়ে গেছেন, নিরাপদ দূরত্বে থেকেছেন তখন এস এম এনামুল হক হয়েছেন সংগ্রামী পথচলার অগ্রপথিক। নেতাকর্মীরা তাঁকে ভালোবাসেন একজন প্রকৃত ত্যাগী, সৎ ও নিবেদিতপ্রাণ নেতা হিসেবে।

আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন এস এম এনামুল হককে উত্তম হায়াত ও সুস্থতা দান করেন এবং তাঁকে ইসলামী ও জাতীয় রাজনীতির ময়দানে আরো কার্যকর অবদান রাখার তৌফিক দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com