দালালমুক্ত করতে মিরপুর বিআরটিএতে মোবাইল কোর্টের সাড়াশি অভিযান

নিজস্ব প্রতিনিধি: মিরপুর বিআরটিএ সাড়াশি অভিযানে ১৫ জনকে আটক করা হয়, এর মধ্যে ১২ জনকে সাজা দেওয়া হয়েছে। বুধবার (৬ মার্চ) বেলা সাড়ে ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এই অভিযান চলে।

বিআরটিএ হেড অফিসের নির্দেশে বিভাগীয় পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ শহিদুল্লাহ’র নেতৃত্বে মিরপুর বিআরটিএ এবং পাশ্ববর্তী এলাকায় আদালত-৩ এবং আদালত-৬ এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুজ্জামান ও মোহাম্মদ সাজিদ আনোয়ারের যৌথ নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় দালাল সন্দেহে প্রাথমিকভাবে ১৫ জনকে আটক করা হয়। পরবর্তীতে যাচাই বাছাই করে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ১২ জনকে। তারা হলেন, আসাদুল ইসলাম (৩১), ইয়াসিন ইসলাম ইমন (২৫), মাসুদ রানা (৫০), মোহাম্মদ সুজন (২৪), সবুজ কবিরাজ(৩০), ইমরান হোসেন (২৩), মোহাম্মদ মিন্টু(৪৫), মো. জহির(৪৮), মোহাম্মদ আশিক(২০), আবুল কাশেম(৩৮), মো. নাজমুল(২৫) এবং মো. বেল্লাল(২৬)। তাদেরকে প্রকৃত দালাল মর্মে শনাক্ত করা হয় এবং প্রত্যেককে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এ সময় ম্যাজিস্ট্রেদ্বয় জানান, বিআরটিএ দালালমুক্ত না হওয়া পর্যন্ত এই অভিযান চলমান থাকবে।

মোহাম্মদ শহীদুল্লাহ জানান, দীর্ঘদিন ধরে মিরপুর বিআরটিএ’ র ব্যাপারে বিভিন্ন সংবাদপত্রে দালালদের নিয়ে সংবাদ প্রকাশ করা হয়। দালালদের মাধ্যমে আগত গ্রাহকরা বিভিন্ন ধরনের হয়রানির শিকার হচ্ছেন। আজকে যাদেরকে ধরা হইছে তারা শুধু দালালি করেন কিন্তু দালালের মূল হোতা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে। তাদেরকেও ধরা হবে।

এইজন্য বিআরটিএ হেড অফিসের চেয়ারম্যান মো. ইয়াছিন মহোদয়ের নির্দেশে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরও জানান, বিআরটিএতে দালালমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।