দারিদ্র্য বিমোচন ও সাম্যের জন্য যাকাত কার্যকর ব্যবস্থা: ধর্ম উপদেষ্টা

অনলাইন ডেক্স: যাকাত ইসলামি শরিয়তভিত্তিক একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ব্যবস্থা, যা দারিদ্র্য বিমোচন ও সমাজে সাম্য প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখে—বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

আজ শুক্রবার চট্টগ্রামের ওমর গণি এমইএস কলেজ মাঠে অসহায়, দুস্থ ও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। আল মানাহিল ফাউন্ডেশনের সহায়তায় নূরে হাবিব ওয়েলফেয়ার ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে।

যাকাতের ভূমিকা ও গুরুত্ব
ধর্ম উপদেষ্টা বলেন, যাকাতের মাধ্যমে গরিব ও দুস্থদের মৌলিক চাহিদা—খাদ্য, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসা—পূর্ণ করা সম্ভব। এটি দরিদ্রদের জীবনমান উন্নত করতে সহায়ক এবং তাদের দারিদ্র্যের চক্র থেকে বেরিয়ে আসতে সাহায্য করে।

তিনি আরও বলেন, যাকাত সমাজে ধনী ও দরিদ্রের মধ্যে সম্পদের ভারসাম্য বজায় রাখে। ধনীদের উদ্বৃত্ত সম্পদ যদি দরিদ্রদের মধ্যে সুষ্ঠুভাবে বণ্টন করা হয়, তবে সামাজিক বৈষম্য কমবে এবং অর্থনৈতিক ভারসাম্য সৃষ্টি হবে। এ সময় তিনি ধনীদেরকে শরিয়ত মোতাবেক যাকাত আদায়ের আহ্বান জানান।

আত্মনির্ভরশীলতা ও ঋণমুক্তির মাধ্যম
ড. খালিদ বলেন, যাকাতের অর্থ দিয়ে দরিদ্র জনগোষ্ঠীকে ক্ষুদ্র ব্যবসা, কৃষি ও অন্যান্য উপার্জনমুখী কাজে সহায়তা করা যায়। এটি শুধু দান নয়, বরং তাদের আত্মনির্ভরশীল করে তোলে এবং অর্থনৈতিক মুক্তি দেয়।

তিনি আরও বলেন, যাকাত ঋণগ্রস্ত ব্যক্তিদের ঋণমুক্ত করতে সহায়তা করে এবং তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ তৈরি করে।

অনুষ্ঠানের অন্যান্য বক্তা ও অর্থ বিতরণ
আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ হেলালুদ্দীন বিন যমীরুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন:

চট্টগ্রাম ওমর গণি এমইএস কলেজের অধ্যক্ষ আ ন ম সরওয়ার আলম
উপাধ্যক্ষ রেজাউল করীম সিদ্দিকী
নূরে হাবিব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক সাঈদ আহসান খালিদ
মাওলানা ফরিদ বিন যমীরুদ্দীন

অনুষ্ঠানে ২০০টি দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে ৪০ লাখ টাকার যাকাতের অর্থ বিতরণ করা হয়।

তথ্যসূত্র: বাসস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *