দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ দূতাবাসে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

চ্যানেল7বিডি ডেক্স: দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন
দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, একুশের প্রথম প্রহরে সিউলের আনসান শহরের মাল্টিকালচারাল পার্কে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের স্মরণ করা হয়।

বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মো. তারাজুল ইসলাম দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও প্রবাসী বাংলাদেশিদের নিয়ে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।

আলোচনা সভা ও বিশেষ মোনাজাত
দিবসটি উপলক্ষে দূতাবাসে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

✅ শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হয় ভাষা শহীদদের স্মরণে।
✅ বিশেষ মোনাজাতের মাধ্যমে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির উন্নতি ও মঙ্গল কামনা করা হয়।
✅ প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়।
✅ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ওপর নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

তথ্যসূত্র: বাসস

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।