দক্ষিণ আফ্রিকায় পাহাড় থেকে পড়ে আহত ইমরানের সাবেক স্ত্রী জেমিমা

অনলাইন ডেক্স: দক্ষিণ আফ্রিকায় হাইকিং করার সময় পাহাড় থেকে পড়ে গিয়ে আহত হয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ।

নববর্ষ উদযাপন উপলক্ষে দক্ষিণ আফ্রিকায় অবস্থানকালে লায়ন্স হেড পর্বতে হাইকিংয়ের সময় জেমিমার পা পিছলে যায়। এতে তিনি আহত হন এবং পরে কেপটাউনের একটি হাসপাতালে ভর্তি করা হয়। খবর জিও টিভির।

দুর্ঘটনার বিষয়টি জেমিমা নিজেই ইনস্টাগ্রামে জানিয়েছেন। পোস্টে তিনি লিখেছেন, “কেপটাউনে উৎসবের ছুটি কাটাচ্ছি। ২০২৫ সালের উত্থান-পতন আলিঙ্গন করছি। সবাইকে শুভ নববর্ষ।”

তিনি আরও জানান, পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে লায়ন্স হেড পর্বতে বেড়াতে গিয়েছিলেন। চূড়ায় ওঠার সময় পা পিছলে নিচে পড়ে যান তিনি।

জেমিমা ইনস্টাগ্রামে কেপটাউনের প্রাকৃতিক দৃশ্যের বেশ কিছু ছবি শেয়ার করেছেন। একটি ভিডিওতে তাকে স্ট্রেচারে শুয়ে থাকতে দেখা যায়।

প্রসঙ্গত, লায়ন্স হেড পর্বত দক্ষিণ আফ্রিকার টেবিল মাউন্টেন ও সিগন্যাল হিলের মাঝে অবস্থিত। চমৎকার দৃশ্যাবলির কারণে এটি পর্বতারোহী ও পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। পর্বতটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৬৬৯ মিটার (২১৯৫ ফুট) উচ্চতায় অবস্থিত।

উল্লেখ্য, ১৯৯৫ সালের ১৬ মে প্যারিসে ইমরান খান ও জেমিমা গোল্ডস্মিথের বিয়ে হয়। তাদের দুই পুত্র সন্তান—সুলাইমান ইসা খান ও কাসিম খান। ২০০৪ সালে ৯ বছরের দাম্পত্য জীবনের পর তারা বিবাহ বিচ্ছেদ করেন।

জেমিমা একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা, পরিচালক ও সাংবাদিক। তার নির্মিত তথ্যচিত্র বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।