অনলাইন ডেস্ক!! বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির চারটি মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ।
রোববার আপিল বিভাগের কার্যতালিকায় রাষ্ট্রপক্ষের এই আবেদন শুনানির জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে। জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।
রাষ্ট্রপক্ষের আবেদনে বলা হয়েছে, হাইকোর্ট যে রায়ে তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা চারটি মামলা বাতিল করা হয়েছে, তা সঠিক হয়নি। গত ২৩ অক্টোবর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ চাঁদাবাজির মামলাগুলো খারিজ করে দেন।
ওয়ান ইলেভেনের সময় তারেক রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া চাঁদাবাজির চারটি মামলা বাতিলের পর, তার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল আদালত চত্বরে ব্রিফিংয়ে জানান, তারেক রহমান আইনিভাবে সব মামলার সুরাহা চান। তার বিরুদ্ধে প্রায় ৮০টি মামলা রয়েছে, যেগুলো আইনি প্রক্রিয়ার মাধ্যমেই মোকাবিলা করা হবে।
বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, নেতাকর্মীদের বিরুদ্ধে থাকা সব রাজনৈতিক মামলা নিষ্পত্তির পরই তারেক রহমান নিজের মামলাগুলোর নিষ্পত্তি চান।
উল্লেখ্য, ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে রাজধানীর কাফরুল থানায় তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির চারটি মামলা দায়ের করা হয়েছিল।