আশরাফুল আলম শ্রাবণ: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ রূপরেখা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে গাজীপুর-৬ সংসদীয় আসনে জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী, টঙ্গী পূর্ব থানা বিএনপি’র সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন এর নেতৃত্বে নোয়াগাঁও এম.এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো এক বিশেষ উঠান বৈঠক।
বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ৪৬ নং ওয়ার্ড শাখার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সরকার জাবেদ আহমেদ সুমন তাঁর বক্তব্যে তারুণ্যের শক্তি ও নেতৃত্বকে সামনে এনে রাষ্ট্র মেরামতের ৩১ দফা’র গুরুত্ব তুলে ধরেন।
তিনি বলেন, “ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা জাতির সামনে তুলে ধরেছেন, তা কেবল ক্ষমতার পালাবদলের জন্য নয়, এটি দেশের সংবিধান ও রাষ্ট্রব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার, অর্থনৈতিক মুক্তি ও সুশাসন প্রতিষ্ঠার এক সুদূরপ্রসারী রূপরেখা। এই বার্তা নিয়েই আমরা জনগণের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছি।”
বিশেষ করে গাজীপুর-৬ আসনের জনগণের কাছে পৌঁছে দেওয়ার উপর জোর দিয়ে সরকার জাবেদ আহমেদ সুমন আরও বলেন, “আমরা বিশ্বাস করি, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমেই এই ৩১ দফা বাস্তবায়ন সম্ভব। আমি যদি এই আসন থেকে নির্বাচিত হই, তবে তারেক রহমানের দেখানো পথেই মানুষের অধিকার ও মর্যাদা ফিরিয়ে আনতে কাজ করে যাব।”
৪৬ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ লিয়াকত আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ নূরুজ্জামান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত এই বৈঠকে বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা প্রত্যেকেই তারেক রহমানের ৩১ দফার প্রতি পূর্ণ সমর্থন জানান এবং জনগণের মাঝে এই বার্তা ছড়িয়ে দিতে সক্রিয় হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।