তাড়াইলে জমি সংক্রান্ত বিরোধে নারীকে শীতলাহানি, মারধর ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আশরাফ আহমেদ : কিশোরগঞ্জের তাড়াইল উপজেলাধীন ১ নং তালজাংগা ইউনিয়নের শাহবাগ গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে মো: রফিক (৪৫) নামের এক ব্যক্তির স্ত্রীকে শীতলহানি ও মারধর করে স্বর্ণালংকর ছিনিয়ে নিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গত, ২১শে নভেম্বর ২০২৫ ইং রোজ : বুধবার সকাল ০৯ ঘটিকায় ঘঠনাটি ঘটে।

আহত নারী বর্তমানে কিশোরগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন ভর্তি আছেন। ভুক্তভোগী মো: রফিক তাড়াইল থানায় দায়ের করা অভিযোগের ভিত্তিতে জানা যায়, একই এলাকার দীর্ঘদিন ধরে মো: শফিকুল ইসলাম(৫০), মো: রাকিব (২৭) মো: রিটন মিয়া (৪৫), মোছা: মনছুরা আক্তার(২২), মোছা: রিতা খাতুন, মোছা: করুনা আক্তার সহ ৫-৭ জনের জমি নিয়ে বিরোধ চলছিল। তার প্রেক্ষিতে স্বামী মো: রফিক বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা তার স্ত্রীকে বাড়িতে একা পেয়ে লোহার রড, কিল ঘুষি ও লাথি মেরে গুরুতর জখম করে।

অভিযোগে আরো উল্লেখ করা হয়, রডের আঘাতে তার স্ত্রীর পায়ের অনেকাংশেই হাড় ভেঙে যায়। এবং চুল ধরে মাটিতে ফেলে হত্যার চেষ্টা করা হয়। এবং অভিযুক্তরা তার স্ত্রীর কানের দুল( ৮ আনা) ও গলার স্বর্ণের চেইন (৮ আনা) ছিনিয়ে নিয়ে যায়।

আহত নারীর ডাক চিৎকারে লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। আরও রফিক অভিযোগ করেন, অভিযুক্তদের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট কোর্টে ৭ দ্বারা মামলা চলমান রয়েছে। ঘটনাস্থল ত্যাগ করার সময় তাকে এবং তার স্ত্রীকে খুন করে ঘরের ভিতরে লাশ গুম করার হুমকি দেয়। এছাড়া ও ভুক্তভোগী জানায় মো: রাকিব কেন্দুয়া থানা পাইকুড়া ইউনিয়নের বাসিন্দা হলেও প্রকাশ্যে হুমকি ধমকি দিচ্ছেন, এ ঘটনায় এলাকাবাসীর মাঝে আতঙ্কে বিরাজ করছে।

১ নং তালজাংগা ইউনিয়ন যুবদলের আহবায়ক মো: মাহমুদুল হাসান সুজন বলেন, দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধটি দ্রুত সমাধান না হলে, বড় ধরনের দুর্ঘটনায় ঘটার সমুহ সম্ভাবনা রয়েছে। স্থানীয়রা ভুক্তভোগীকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন। তাড়াইল থানা অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com