ঢামেকে চোর চক্রের তিন সদস্য ও দালাল আটক

অনলাইন ডেক্স: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) নতুন ভবনের ১০তলা থেকে কম্পিউটার ও এসির তার চুরি করতে গিয়ে তিন চোর এবং এক দালাল চক্রের সদস্যকে আটক করা হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন – দেলোয়ার হোসেন (৪২), কামাল হোসেন (২৭), আবুল কালাম (২৭) এবং দালাল চক্রের সদস্য ওমর ফারুক (৩৮)।

ঢামেকের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার প্লাটুন কমান্ডার (পিসি) মো. বাবুল জানান, নতুন ভবনের ওয়ার্ডমাস্টার রিয়াজ উদ্দিনের তথ্যের ভিত্তিতে চক্রের চার সদস্যকে আটক করা হয়। পরবর্তীতে তাদের ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জের কাছে হস্তান্তর করা হয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা চুরির কথা স্বীকার করেছেন। ওয়ার্ডমাস্টার রিয়াজ উদ্দিন বাদী হয়ে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন এবং আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।