ঢাকা-জয়দেবপুর রুটে চালু হলো চার জোড়া নতুন ট্রেন

অনলাইন ডেক্স: যোগাযোগ ব্যবস্থাকে আরো উন্নত করতে ঢাকা-জয়দেবপুর রুটে চালু হলো চার জোড়া নতুন কমিউটার ট্রেন।

রোববার (১৫ ডিসেম্বর) সকালে জয়দেবপুর স্টেশনে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে ট্রেনগুলো উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

এ সময় ফাওজুল কবির খান বলেন, ‘বিজয় দিবসের প্রাক্কালে ঢাকা-জয়দেবপুর কমিউটার ট্রেন চালু করতে পেরে আমরা আনন্দিত। এর লক্ষ্য হলো গাজীপুরের যাত্রীরা যেন স্বল্প সময়ে ঢাকায় অফিসে গিয়ে ফিরে আসতে পারেন। আমরা সব শ্রেণির মানুষের জন্য এই যাতায়াত ব্যবস্থা চালু করেছি।’ তিনি আরও জানান, ভবিষ্যতে নরসিংদী-ঢাকা এবং নারায়ণগঞ্জ-ঢাকা রুটেও কমিউটার ট্রেন চালু করা হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।