ডেভিল হান্ট : বগুড়ায় যুবলীগ নেতা লবো জুলাই আন্দোলনের মামলার আসামি গ্রেপ্তার..

করেসপন্ডেন্ট, বগুড়া; অপারেশন ডেভিল হান্ট (শয়তান) অভিযানে বগুড়ায় এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৩ ফেব্রুয়ারি) সাবগ্রাম চারমাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার নারুলী ফাঁড়ির পরিদর্শক নাজমুল হক। গ্রেপ্তার ব্যক্তি, সাবগ্রাম উত্তরপাড়ার আফতাব হোসেন মোল্লার ছেলে আব্দুর রহমান লবো (৪৫)। 

জানা গেছে, ৫ আগস্টের পর লবো তার প্রতিপক্ষের সাথে সমঝোতা করে স্বাভাবিকভাবেই চলাফেরা ও মাটি-বালুর ব্যবসা করে আসছিল। সম্প্রতি এ ব্যবসা নিয়ে কিছুদিন হলে প্রতিপক্ষের সাথে মতবিরোধ হয়। রোববার সন্ধ্যার পর সাবগ্রাম চার মাথায় (ভুট্টু চায়ের) দোকানে চা খেতে আসলে নারুলী পুলিশ ফাঁড়ির সদস্যরা তাকে আটক করে। গ্রেপ্তার লবো জুলাই আন্দোলনের মামলার আসামি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *