অনলাইন ডেক্স: সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে, ফলে চলতি বছরে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬১ জনে। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪১ জন। এ নিয়ে ২০২৪ সালে মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ২৯ হাজারে পৌঁছেছে।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টারের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মৃতদের মধ্যে একজন ঢাকার দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা, একজন খুলনা বিভাগের এবং অপরজন বরিশাল বিভাগের বাসিন্দা।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে ৩৫ জন করে, ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় ২২ জন, বরিশালে ১৩ জন, চট্টগ্রামে ১২ জন, খুলনায় ১১ জন, রাজশাহীতে ৮ জন এবং ময়মনসিংহে ৫ জন রয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ২৯ হাজার জন। তাদের মধ্যে ৬৩ দশমিক ১০ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৯০ শতাংশ নারী।
২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন, যা দেশের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ। সে বছর ঢাকায় ভর্তি হয়েছিলেন এক লাখ ১০ হাজার ৮ জন এবং ঢাকার বাইরে দুই লাখ ১১ হাজার ১৭১ জন। মৃতের সংখ্যা ছিল এক হাজার ৭০৫ জন।
২০১৯ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ৩৫৪ জন এবং মৃত্যু হয়েছিল প্রায় ৩০০ জনের। ২০২০ সালে করোনা মহামারির কারণে ডেঙ্গুর সংক্রমণ ছিল কম। তবে ২০২১ সালে সারাদেশে ১০৫ জন ডেঙ্গুতে মারা যান।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা জনগণকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি সরানো এবং মশার বিস্তার রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে।