ডিমলায় বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সমস্যা শুনলেন এমপি পদপ্রার্থী আব্দুস সাত্তার

জাকির হোসেন সুজন, রংপুর : নীলফামারী জেলার ডিমলা উপজেলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সোমবার (২৫ আগস্ট) ২০২৫ খ্রিস্টাব্দে এক সরেজমিন পরিদর্শনে যান জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখার আমির ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদপ্রার্থী আব্দুস সাত্তার। পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের লেখাপড়া ও জীবনযাপনের বিভিন্ন সমস্যার কথা সরাসরি শুনেন। শিক্ষার্থীরা জানান, পর্যাপ্ত বই-পুস্তকের অভাব, আর্থিক সঙ্কট, বিদ্যালয়ে প্রয়োজনীয় অবকাঠামো ঘাটতি ও শিক্ষা উপকরণের সংকটসহ বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি তারা প্রতিনিয়ত।

আব্দুস সাত্তার এই সব সমস্যা গভীর মনোযোগ দিয়ে শুনেন এবং আশ্বাস দেন, “যদি আমি আগামী নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হতে পারি, তাহলে এই বিদ্যালয়সহ এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানকে উন্নয়নের আওতায় আনা হবে। এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য বিশেষ সহায়তা তহবিল গঠন করা হবে।” সেখান থেকে তিনি বালাপাড়া ইউনিয়নের বিভিন্ন হাটবাজারে গণসংযোগ করেন এবং জনগণের সঙ্গে মতবিনিময় করেন। বাজারে ব্যবসায়ী, কৃষক, শ্রমজীবী মানুষদের সঙ্গে কুশল বিনিময় করে তিনি বলেন, “শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, আমি আপনাদের উন্নয়নের জন্য কাজ করতেই রাজনীতিতে এসেছি।”

আসন্ন নির্বাচনে আব্দুস সাত্তারের অংশগ্রহণে এলাকায় রাজনৈতিক আলোচনার ঝড় উঠেছে। তার এই সরাসরি গণসংযোগ ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com