নিজস্ব প্রতিনিধি: কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার হরিণারায়নপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষিকা কল্পনা রাণী সরকার (৭৬) গতকাল বিকেল ৪ টায় কুষ্টিয়াতে তার বড় পুত্র ডা: তাপস কুমার সরকারের বাসায় মৃত্যু বরণ করেছেন। এই সংবাদ পেয়ে কুষ্টিয়া ডা: তাপস কুমারের বাসায় মৃত কল্পনা রাণী সরকারকে দেখার জন্য ভীড় জমায়।
আজ শনিবার সকাল ১০ টায় হরিণারায়নপুর মহাশশ্মানে তার অন্তোস্থক্রিয়া অনুষ্ঠিত হবে। হরিণারায়নপুর বহুমুখি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মনোজ কুমার সরকারের সহধর্মিনী। মৃত্যুকালে তিনি ২ পুত্র, ডা: তাপস কুমার সরকার, পলাশ কুমার সরকার ও ১ কন্যা তপতি সরকার পলিসহ অসংখ্য গুনগ্রাহী নেরখে যান। তিনি দীর্ঘদিন লিভার সিরোসিস রোগে ভূগছিলেন। গতকাল রাতে হরিণারায়নপুরে তার নিজ বাড়ীতে প্রিয় শিক্ষিকা মৃত কল্পনা রানী সরকারকে এক নজর দেখ শতশত মানুষ ভীড় জমায়। এ সময় শোকের ছায়া নেমে আসে।