ডাকসু ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ শেষ

বাসস : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহের কার্যক্রম আজ সোমবার শেষ হয়েছে। 

ডাকসুর ২৮টি পদের জন্য মোট ৫৬৫টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। ১৮টি হলে হল সংসদ নির্বাচনের জন্য মোট ১ হাজার ২২৬টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়  আগামীকাল ১৯ আগস্ট মঙ্গলবার বিকেল ৩টা।

হল ভিত্তিক মনোনয়নপত্রের পরিসংখ্যান অনুযায়ী, ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে সর্বাধিক ৯৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে সর্বনিম্ন ২৯ জন প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন। এছাড়া সলিমুল্লাহ মুসলিম হলে ৭১ জন, জগন্নাথ হলে ৬৬ জন, ফজলুল হক মুসলিম হলে ৭৮ জন, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ৯৩ জন, রোকেয়া হলে ৪৬ জন, সূর্যসেন হলে ৯০ জন, হাজী মুহম্মদ মুহসীন হলে ৭৪ জন, শামসুন নাহার হলে ৩৭ জন, কবি জসীম উদ্দীন হলে ৭৪ জন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ৮৭ জন, শেখ মুজিবুর রহমান হলে ৬৯ জন, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ৩০ জন, অমর একুশে হলে ৮৪ জন, কবি সুফিয়া কামাল হলে ৪০ জন, বিজয় একাত্তর হলে ৮৮ জন এবং স্যার এ এফ রহমান হলে ৭৩ জন প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com