ট্রাম্প টাওয়ারে ইহুদিদের বিক্ষোভ: ফিলিস্তিনি শিক্ষার্থী খলিল মাহমুদকে আটকের প্রতিবাদ

চ্যানেল7বিডি ডেক্স: ফিলিস্তিনি শিক্ষার্থী খলিল মাহমুদকে আটকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ট্রাম্প টাওয়ারের সামনে বিক্ষোভ করেছে ইহুদি সংগঠন ‘জিউস ভয়েস ফর পিস’। বৃহস্পতিবার (১৩ মার্চ) অনুষ্ঠিত এ বিক্ষোভে অংশগ্রহণকারীদের লাল টি-শার্টে লেখা ছিল, ইহুদিরা বলছে, ইসরাইলকে অস্ত্র দেওয়া বন্ধ করুন। তারা ব্যানার হাতে নিয়ে এখনই খলিল মাহমুদকে মুক্তি দিন বলে স্লোগান দিচ্ছিলেন।

খলিল মাহমুদের বিরুদ্ধে অভিযোগ কী?
গাজা যুদ্ধ চলাকালে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ইসরাইলবিরোধী বিক্ষোভের নেতৃত্ব দিয়েছিলেন খলিল মাহমুদ। যদিও তার বিরুদ্ধে কোনো আইন লঙ্ঘনের অভিযোগ নেই, তবুও গত শনিবার নিউইয়র্কের সিটি অ্যাপার্টমেন্ট থেকে তাকে আটক করা হয়। বর্তমানে তাকে লুইজিয়ানার একটি অভিবাসন আটক কেন্দ্রে রাখা হয়েছে।

বিক্ষোভকারীদের গ্রেফতার
প্রথমে পুলিশ বিক্ষোভকারীদের সরে যেতে বলে। কিন্তু নির্দেশ অমান্য করায় ৯৮ জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে অনধিকার প্রবেশ, গ্রেফতারে বাধা ও প্রতিরোধের অভিযোগ আনা হয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিক্রিয়া
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে বলেন, খলিলকে প্রথম আটক করা হয়েছে, আরও অনেককে ধরা হবে। যারা সন্ত্রাসের পক্ষে, ইহুদিবিদ্বেষী ও আমেরিকাবিরোধী কর্মকাণ্ডে জড়িত, তাদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়া হবে।

বিশিষ্ট ব্যক্তিদের প্রতিক্রিয়া
বিক্ষোভকারীদের মধ্যে ছিলেন জনপ্রিয় অভিনেত্রী ডেবরা উইংগার। তিনি বলেন, আমি অধিকারের পক্ষে দাঁড়িয়েছি, আমি খলিলের পক্ষে দাঁড়িয়েছি। তাকে অবৈধভাবে অপহরণ করে অজ্ঞাত স্থানে আটকে রাখা হয়েছে।

জিউস ভয়েস ফর পিস: ইহুদিদের মধ্যেও ফিলিস্তিনপন্থী আন্দোলন
১৯৯৬ সালে প্রতিষ্ঠিত ‘জিউস ভয়েস ফর পিস’ বিশ্বব্যাপী ইসরাইলের ফিলিস্তিন দখল ও মার্কিন সমর্থনের বিরুদ্ধে সরব একটি ইহুদি সংগঠন। তারা ফিলিস্তিনে ইসরাইলি নিপীড়নের অবসান চায় এবং মার্কিন অস্ত্র সহায়তা বন্ধের দাবি জানিয়ে আসছে।

তথ্যসূত্র: ইউএনবি নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *