ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে কুষ্টিয়া সরকারী কলেজের বিএনসিসি ও রোভার স্কাউট

আব্দুর রাজ্জাক বা”চু : কুষ্টিয়া সরকারী কলজের বিএনসিসি ও রোভার স্কাউটদের অংশ গ্রহনের ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন কলেজ কর্তৃপক্ষ। রবিবার বেলা ১১টায় কলেজ অধ্যক্ষ প্রফেসর মোল্লা মো: রুহুল আমীন এর সভাপতিত্বে শিক্ষক মিলনায়তনে এই মতবিনিময় সভায় শহরের ব্যস্ততম সড়ক থানামোড় থেকে হাসপাতাল মোড় এবং কলেজ মোড় থেকে কাটায়খানা মোড় পর্যন্ত অধিক ব্যস্ততম এসব সড়কে প্রতিদিন প্রতীকী টাফিকিং করে দৃষ্টান্ত স্থাপনের লক্ষ্যে এই কর্মসূচী হাতে নিয়েছেন বলে জানান কর্তৃপক্ষ। এসময় বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও কলেজের বিভিন্ন বিভাগের প্রধানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে কলেজের সম্মুখস্থ সড়কে যানজটমুক্ত করতে র‌্যালী করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।