জেলা প্রতিনিধি: শাহরাস্তিতে বেপরোয়া ট্রাকের চাপায় প্রাণ হারিয়েছেন একজন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছেলেটি হলেন- তানভীর হাসান (০৮), পিতা- আরিফ উদ্দিন সরকার (৪০), সাং-রাগদৈল (সরকার বাড়ী), থানা-কচুয়া, জেলা চাঁদপুর। নিহতের পিতা শাহরাস্তি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মচারী হিসেবে কর্মরত রয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শাহরাস্তি উপজেলা নির্বাচন অফিসের পশ্চিম পাশে রাস্তা সংলগ্ন ভাড়া বাসায় স্ব-পরিবারে বাস করতেন নিহত তানভীর। বিকাল সাড়ে ৪ ঘটিকার সময় উপজেলা খেলার মাঠে যাওয়ার উদ্দেশ্যে উপজেলার পশ্চিম পাশে পিকআপ গাড়ী সজোড়ে ধাক্কা মারে। তাৎক্ষনিক উপস্থিত লোকজন ছেলেটিকে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্স নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ছেলেটিকে মৃত ঘোষনা করে। উত্তেজিত জনতা গাড়ীর ড্রাইভারকে গাড়িসহ আটক করে পুলিশের নিকট সোপর্দ করে।
শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার বলেন, উপস্থিত জনতা গাড়ির চালক মোঃ জাহিদুল ইসলামকে আটক করে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামী ও ট্রাকটিকে থানায় নিয়ে আসে। মামলার প্রস্তুতি চলছে।