টুঙ্গির ব্যাংক মাঠ বস্তির প্রকাশ্যে চলছে ফ্যান্সি ও হিরোইনের ব্যবসা।। প্রশাসন নজর দিন

নিজস্ব প্রতিনিধি: গাজীপুর মহানগর টঙ্গীর ব্যাঙ্ক মাঠ বস্তিতে চলছে প্রকাশ্য মাদক ব্যবসা। গাজীপুর শিল্পনগরী টঙ্গী রেলওয়ে স্টেশনের নিকটবর্তী এলাকা ব্যাংক মাঠ বস্তিতে প্রকাশ্যে এখন ফেন্সি, হিরোইন, ইয়াবা ,গাঁজা বিক্রির জমজমাট গাজীপুর টঙ্গী ট্রানজিস্ট পয়েন্ট হচ্ছে ব্যাংক মাঠ কো অপারেটিভ বস্তি। বস্তি এলাকা হওয়ায় সুযোগ বুঝে এখানে অবস্থান নেয় মাদক ব্যবসায়ী ও সেবাগ্রহীতারা।

জানা যায় ,সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রকাশ্যে একটি রুমের মধ্যে চলছে হেরোইন ,ফেন্সি ,খাওয়া। ওইখানে কতিপয় লোকের  মাধ্যমে ফেন্সির বোতল আশেপাশে পড়ে থাকতে দেখলে ওগুলো একত্রে জমা করে অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করে যাচ্ছেন কয়েকজন। 

বিগত দিনে বস্তির মাদক ব্যবসায়ীরা কোটিপতি হওয়ার শর্তে ও এই বস্তিতে অবস্থান নিয়ে মাদক ব্যবসা চালাচ্ছেন দিব্যি অনায়াসে। প্রশাসন নজর দিন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।