বিপ্লব হোসেন : উত্তরার দিয়াবাড়ি মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত দুই শিক্ষার্থীর পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী এডভোকেট মোঃ আব্দুস সালাম পিন্টু। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দূর্ঘটনায় নিহত শহীদ পরিবারদের প্রতি সমবেদনা পৌঁছে দিতে -টাঙ্গাইল জেলার মির্জাপুর ও সখিপুর উপজেলায় আসেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এডভোকেট মোঃ আব্দুস সালাম পিন্টু।
তিনি উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজ মাঠে বিমান দূ’র্ঘটনায় নিহত হওয়া শহিদ তানভীর ও হুরায়রার কবর জিয়ারত করে মহান আল্লাহ তা’য়ালার কাছে তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। পরে শহিদ পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাতে এবং তাদের খোঁজ খবর নিতে কোমলমতি শিশু সন্তান হারা “প্রায় পাগল” মা-বাবার কাছে গিয়ে সমবেদনা জানান বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী এডভোকেট মোঃ আব্দুস সালাম পিন্টু সহ জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।
রবিবার ( ২৭ জুলাই ) ২০২৫ ইং সকাল ১০ টা ৩০মিঃ এর দিকে প্রথমে মির্জাপুর শহীদ তানভীরের বাড়ি এবং তার পরে সখিপুর উপজেলার শহীদ হুমায়রার বাড়িতে গিয়ে তাদের শোকাহত পরিবারের প্রতি এ সমবেদনা জানানো হয়।
এসময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিশুবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শহীদদের কবর জিয়ারত শেষে মোঃ আব্দুস সালাম পিন্টু বলেন, বিমান প্রশিক্ষণের জন্য যখন ঘাঁটি করা হয় তখন এতো জনবসতি ছিলনা। তাই প্রশিক্ষণেও কোনো সমস্যা হয়নি বলে মন্তব্য করেন বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকেট মোঃ আব্দুস সালাম পিন্টু। সেই সাথে দ্রুত বিমান প্রশিক্ষণের স্থান সরিয়ে নেওয়ার আবেদন জানান তিনি। তাছাড়া বিমান প্রশিক্ষণের জন্য মধুপুর পাহাড় অঞ্চল সহ নির্জন যে সমস্ত জায়গা গুলো রয়েছে, সেখানে প্রশিক্ষণ বিমান উড়ানো উচিত বলেও তিনি মনে করেন।
প্রবীণ এই বিএনপি নেতা আরও বলেন, মাইলস্টোন স্কুলের মর্মান্তিক দূর্ঘটনায় যারা স্বজন হারিয়েছেন তারাই শুধু উপলব্ধি করতে পারেন যে সন্তান হারানোর কি যন্ত্রণা! বাবার কাঁদে কোমলমতি সন্তানের লাশ বহন করা যে কতটা কঠিন, তা যে হারিয়েছে সেই বোঝেন, ভেজা কন্ঠে বলতেই তার চোখে জল দেখাযায়।
নিহতরা হলেন- টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার ওয়ার্শি ইউনিয়নের নগরভাত গ্রামের রুবেল মিয়ার ছেলে (১৪) তানভীর আহমেদ । সে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল এবং অপরজন, সখিপুর উপজেলার হতেয়া কেরানিপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে (৮) মেহেনাজ আক্তার হুমাইরা। সে ওই স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
উল্লেখ্য যে,গত ২১ তারিখ দুপুরে উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় টাঙ্গাইলের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়। এবং মঙ্গলবার (২২ জুলাই) সকাল ৯টায় মির্জাপুর উপজেলার ওয়ার্শি ইউনিয়নের নয়াপাড়া গ্রামের স্থানীয় মাদ্রাসায় তানভীর আহমেদের এবং সখীপুর উপজেলায় হতেয়া কেরানিপাড়া গাবলের বাজার মাঠে হুমাইরার জানাজা অনুষ্ঠিত হয়।