টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক :এক দিন আগেই বাংলাদেশের বিপক্ষে অ্যান্টিগা টেস্টের একাদশ ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। একাদশে চারজন বিশেষজ্ঞ পেসার নিয়ে মাঠে নামবে ক্যারিবিয়ানরা। সেই লক্ষ্যে টস করতে নেমে ক্রেইগ ব্রাফেট ভাগ্যের খেলায় মেহেদী হাসান মিরাজের কাছে হেরে গেছেন টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মিরাজ।ক্যারিবিয়ানরা চার পেসার নিলেও বাংলাদেশ নিয়েছে তিন পেসার। আর স্পিনে মিরাজকে সঙ্গ দেবেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।

প্রথমবারের মতো টেস্টে অধিনায়কত্ব করতে নেমেছেন মিরাজ। বাংলাদেশের ১৪তম টেস্ট অধিনায়ক হিসেবে এই কীর্তি গড়েছেন এই অলরাউন্ডার। বাংলাদেশ একাদশ

মাহমুদুল হাসান, জাকির হাসান, মুমিনুল হক, শাহাদত হোসেন, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম

ওয়েস্ট ইন্ডিজ একাদশ

ক্রেইগ ব্রাফেট (অধিনায়ক), জশুয়া ডি সিলভা, অলিক আথানেজ, কিসি কার্টি, জাস্টিন গ্রেভস, কাভেম হজ, আলজারি জোসেফ, শামার জোসেফ, মিকাইল লুইস, কেমার রোচ, জেডন সিলস।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।