টঙ্গী সিরাজ উদ্দিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ওয়াদুদুর রহমান এর দুর্নীতির সয়লাব

নিজস্ব প্রতিনিধি: টঙ্গীর সিরাজ উদ্দিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ওয়াদুদুর রহমানের বিরুদ্ধে 50 কোটি টাকা আত্মসাৎ এর অভিযোগ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কে কেন্দ্র করে উক্ত স্কুল এন্ড কলেজের কতিপয় শিক্ষক ও বহিরাগত ছাত্ররা 19 আগস্ট ২০২৪ উক্ত স্কুলের বিক্ষোভ আন্দোলন করেন।

গত বিশ বছর আগে চাকরিতে যোগ দেওয়ার  পর অধ্যক্ষ মোঃ ওয়াদুদুর রহমান কোটি টাকার মালিক এই সূত্র ধরে ছাত্ররা পদত্যাগ করান। স্কুল এন্ড কলেজের শিক্ষক জনাব মুজিবুর রহমান জানান, গত 20 বছরে অধ্যক্ষ ওয়াদুদুর রহমানের বৈষম্যের কারণে সকল শিক্ষকগণ নানা সুবিধা থেকে কোন ঠাসা।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের পরিচয়ে কতিপয় ছাত্ররা এসে উনিশে আগস্ট পদত্যাগ করান মোহাম্মদ ওয়াদুদুর রহমানকে। অথচ4সেপ্টেম্বর ২০২৪ ডিসি বরাবর একটি আবেদন দেখা যায় জনাব অধ্যক্ষ ওয়াদুদুর রহমান  নিজেই পদত্যাগ দিয়েছেন।

ওই অভিযোগে দেখা যায় ভুয়া অভিজ্ঞতার সনদ দেখিয়ে ২০০৭ সাল থেকে ২০২৪ সাল নানা জাল-জালিয়াতের মাধ্যমে চাকরিতে বহাল ছিলেন অধ্যক্ষ ওয়াদুদুর রহমান। আরো জানা যায় ১৯৯৫ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত জনাব ওয়াদুদুর রহমান বিভিন্ন  এনজিও তে চাকরিররত ছিলেন। এদিকে ১৯৯৫ সালে সহকারি প্রধান শিক্ষক হিসেবে দেখানো হয়েছে শফিউদ্দিন সরকারি স্কুল এন্ড কলেজ যেখানে অভিজ্ঞতার প্রয়োজন ছিল পনেরো বছর সেখানে তিনি দেখিয়েছেন মাত্র তিন বছর।

অভিযোগ আরো ছিল নিজের কোটি টাকার আত্মসাৎ এর পিছনে সাংবাদিকদের লক্ষ টাকার উৎকোচ দিতেন তিনি। এ বিষয়ে উক্ত কলেজের শিক্ষকদের সাক্ষাৎকার নিলে সকলেই জানান, নানা অনিয়ম অভিযোগ রয়েছে অধ্যক্ষ ওয়াদুদুর রহমানের নামে। প্রশ্ন হল গত ২০ বছর আগে একটি অভিযোগ ও কেউ দেখাতে পারেনি উক্ত কলেজের অন্যান্য শিক্ষকগণ এবং কমিটি গন। 

এ রহস্য কি।  কথিত সাংবাদিক রাজিব নামের এক লোককে আটকিয়ে মুচলিকা নেন ওই সকল ছাত্রপরিচয় বহিরাগত ছাত্ররা। ঐ সাক্ষাৎকারে দেখা যায় মূজিবুর রহমান স্যারের প্রধান শিক্ষক হওয়ার কথা বার বার উঠে এসেছে। সাক্ষাৎকারে আরো উল্লেখ করা যায়, ছাত্ররা সাংবাদিক পরিচয়ে রাজীবের কাছ থেকে সমস্ত টাকা ফেরত চাচ্ছেন।

ভুয়া মানববন্ধনের পরিচয় এর কথা বলে স্কুলের অধ্যক্ষ ওয়াদুদুর রহমান স্যারের পক্ষ থেকে সাংবাদিক রাজীবকে আটকে অন্যান্য সাংবাদিকদের মাধ্যমে মুচলিকা দিয়ে নিয়ে আসেন।

উপরোক্ত ঘটনায় টঙ্গীতে অন্যান্য সরকারি এমপি ভুক্ত স্কুলের শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করছে সুশীল জনগণ। আসলে ঘটনা কি জানতে চায় সবাই।।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।