টঙ্গী থানা পুলিশের বিশেষ অভিযান : ২ ছিনতাইকারী আটক : ৪ টি মটরসাইকেল ও দেশীয় অস্ত্র উদ্ধার

সাইফুল আলম: গাজীপুর মহানগরীর টঙ্গীতে টঙ্গী থানা পুলিশের একটি বিশেষ অভিযান সফল হয়েছে। এই অভিযানে দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে এবং তাদের কাছ থেকে চারটি মোটরসাইকেল ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

ঘটনাটি শনিবার (১৭ মে) দুপুর ৩টার দিকে টঙ্গী পূর্ব থানার আরিচপুর মুনসুর আলী রোডস্থ জনৈক মর্জিনা বেগমের বাসার সামনে ঘটে। গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলামের নির্দেশে এসআই (নিঃ) সৈয়দ বায়জিদ ও সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন।
আটককৃত ছিনতাইকারীদের নাম

    মোঃ মোফাজ্জল হোসেন (২২), পিতা-শামসুল হক, গ্রাম-বলরামপুর, থানা-ধোবাউড়া, জেলা-ময়মনসিংহ। বর্তমানে আরিচপুর মুনসুর আলী রোড, মর্জিনা বেগমের বাড়ির ভাড়াটিয়া, থানা-টঙ্গী পূর্ব, গাজীপুর।

    মোঃ সাঈদ হাসান (২০), পিতা-মোঃ মোস্তফা, গ্রাম-নাশেরা, থানা-কাপাসিয়া, জেলা-গাজীপুর। বর্তমানে আরিচপুর মুনসুর আলী রোড, মর্জিনা বেগমের বাড়ির ভাড়াটিয়া।

    তাদের কাছ থেকে উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৫টি রামদা ও ৪টি ক্রিকেট খেলার কাঠের স্ট্যাম্প। এছাড়াও, ৪টি মোটরসাইকেল, ২টি মোটরসাইকেলের ডিজিটাল রেজিস্ট্রেশন নাম্বার প্লেট এবং ১টি মোটরসাইকেলের মাস্টার চাবি উদ্ধার করা হয়েছে।

    অভিযানকালে আরও ৩/৪ জন অজ্ঞাতনামা আসামী দৌড়ে পালিয়ে যায়। আটককৃত আসামিদের জিজ্ঞাসাবাদে তারা পালিয়ে যাওয়া আসামীদের মধ্যে একজনের নাম সাঈদ (২২) বলে জানিয়েছে, তবে তার বিস্তারিত ঠিকানা জানাতে পারেনি।

    উদ্ধারকৃত মোটরসাইকেলগুলোর বিবরণ:
    ১. Suzuki, BGA1-250702 (চেসিস নং-MB8NG4BBLF9100403, ইঞ্জিন নং- MB8NG4BBLF9100403)
    ২. APACHE RTR (চেসিস নং- MD634KE4XJ2G27640, ইঞ্জিন নং-OE4GJ2828343, রেজিঃ নং-ঢাকা মেট্রোঃ ল-১৮-৪০৫৪)
    ৩. DISCOVER (চেসিস নং- PSUA15AY9LTY29501, ইঞ্জিন নং- JBXWLG66007)
    ৪. HONDA SHINE-SP-CB-125 (চেসিস নং- PSOJC7290LH-130159, ইঞ্জিন নং- JC72E-G-1030206)

    উদ্ধারকৃত চারটি মোটরসাইকেলের আনুমানিক মূল্য পাঁচ লক্ষ টাকা। এছাড়াও, দুটি ডিজিটাল মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর প্লেট (ঢাকা মেট্রোঃ হ-৩২-৭৩৪৪ এবং ঢাকা মেট্রোঃ হ-৬৭-৭১৯৬) এবং একটি মোটরসাইকেলের মাস্টার চাবি উদ্ধার করা হয়েছে।

    টঙ্গী থানা পুলিশের এই সফল অভিযান নিঃসন্দেহে এলাকার জনগণের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনবে এবং অপরাধ নিয়ন্ত্রণে সহায়ক হবে।

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *