টঙ্গীতে লিফলেট বিতরণ ও দাড়ি পাল্লা’ মার্কায় ভোট চান ড. হাফিজুর রহমান

আশরাফুল শ্রাবন : নিরাপদ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়ার লক্ষ্যে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে এই প্রত্যয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত গাজীপুর-৬ (টঙ্গী) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. হাফিজুর রহমান মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে টঙ্গীতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। টঙ্গী পূর্ব থানার সামনে থেকে শুরু করে ষ্টেশন রোড হয়ে মিলগেট পর্যন্ত অনুষ্ঠিত এ কর্মসূচিতে নেতাকর্মীরা শ্লোগান দেন আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। লিফলেট বিতরণ শেষে ড. হাফিজুর রহমান বলেন, বর্তমানে দেশ তথা রাষ্ট্রের প্রতিটি সেক্টরে অনিয়ম ও দুর্নীতি মহামারীর মতো ছড়িয়ে পড়েছে। রাষ্ট্র ভালোভাবে চালাতে হলে সৎ, যোগ্য ও ঈমানদার নেতৃত্বের বিকল্প নেই। আমি জনগণের সেবা ও ন্যায়ের সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে প্রার্থী হয়েছি। গাজীপুর-৬ আসনের ভোটারদের প্রতি আহ্বান জানাচ্ছি দাড়ি পাল্লা মার্কায় ভোট দিয়ে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠায় সহযোগিতা করুন।

এসময় আরো উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানার আমির আনোয়ার হোসেন, আরো উপস্থিত ছিলেন ৫৫ নাম্বার ওয়ার্ড আমির মোঃ মুক্তার হুসাইন, ওয়ার্ড সেক্রেটারি মোঃ সিরাজুল ইসলাম, ওয়ার্ড বায়তুল মাল সম্পাদক, মোঃ মোস্তফা, ওয়ার্ড যুব বিভাগের সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন ফয়সাল, এছাড়াও উপস্থিত ছিলেন ৫৫ নং ওয়ার্ডে পূর্বের সভাপতি আব্দুল মান্নান, ৫৫ পশ্চিমের সভাপতি আব্দুল মালেক হেলাল , ৫৫ পূর্বের কো-অপারেটিভ মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মান্নান হুজুর এবং মোঃ শাহাদাত শাহাদাত রাব্বি, এবং ৫৫ নম্বর ওয়ার্ডের কাজী রাকিবুল ইসলাম সহ বিভিন্ন জুন সভাপতিরা।

এসময় বক্তব্যে ডক্টর হাফিজুর রহমান বলেন, দীর্ঘ ষোল বছর আওয়ামী দুঃশাসন এবং ফ্যাস্টিজমের কারণে, ঐতিহাসিক গাজীপুর জেলার এই টঙ্গী অঞ্চলের মানুষ নানাভাবে নির্যাতিত নিপীড়িত হয়েছে, দীর্ঘ ষোল বছরের ও জনগণের মান উন্নয়ন রাস্তাঘাট, স্কুল কলেজ মাদ্রাসার কোন উন্নয়ন হয়নি। আওয়ামী লীগ সরকার উন্নয়ন বলতে প্রত্যেক জনগণ তথা প্রত্যেকটি যুবকের হাতে মাদক, ইয়াবা, ফেনসিডিলের মতো নেশা জাতীয় দ্রব্য তুলে দেওয়া।

জাতীয় রাজস্বের, জাতীয় অর্থনীতির প্রধান চাবিকাঠি এই গাজীপুর অঞ্চলের বিশাল সুযোগ থাকার পরও, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত কোন সরকারই তেমন উন্নয়ন করতে পারেনি। তা ইনশাল্লাহ আপনারা যদি আগামী দিনে আমাকে গাজীপুর তথা টঙ্গী অঞ্চলের জনসাধারণের সেবা করার সুযোগ দিলে ইনশাআল্লাহ আগামী দিনে গাজীপুর কি একটি, ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, দুর্নীতি মুক্ত, এবং পরিচ্ছন্ন নগরী গড়ে তুলবো। যেখানে থাকবে না কোন চাঁদাবাজি থাকবে না কোন দুর্নীতি থাকবে না কোন টেন্ডারবাজি থাকবে না। ইনশাআল্লাহ গাজীপুর কে একটি আদর্শিক নগরী হিসেবে গড়ে তুলবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com