টঙ্গীতে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর গুশুলিয়া মদিনা নগর এলাকায় ভূমি দখল, হয়রানি, মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় প্লট মালিক সমিতি এবং এলাকাবাসী। 

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে এগারোটার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী অঞ্চলের এশিয়া ফিলিং স্টেশনের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, জাহাঙ্গীর শিকদার, হক মিয়া, সুজন ও মাহবুব মাস্টার গ্যাং দীর্ঘদিন ধরে এহসান সিটির জমি দখল, ভয়ভীতি প্রদর্শন ও স্থানীয়দের হয়রানি করছে। তারা প্রশাসনের কাছে অবিলম্বে দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

কর্মসূচিতে এহসান সিটি প্লট মালিক সমিতির সভাপতি মাওলানা জুনায়েদ আলী, সাধারণ সম্পাদক ইমাম হোসেন, সহ সভাপতি ইঞ্জিনিয়ার হারুনুর রশীদ, অধ্যাপক আহসানুল আলম, মুফতি নূর মুহাম্মদ, সদস্য মুফতি নূরুন নবী, আলী আকবর, মাওলানা নজীর আহমদ, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা হারুনুর রশীদ, ড. মাওলানা খলিলুর রহমান, আরিফুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।

এ সময় স্থানীয়রা জানান, সম্প্রতি গাজীপুরের বিভিন্ন স্থানে ভূমিদস্যুতার ঘটনা বেড়ে গেছে। বিশেষ করে টঙ্গীর সাতাইশ, গুশুলিয়া ও আশপাশের এলাকায় একাধিক গোষ্ঠী প্রভাব বিস্তার করে দখলদারিত্ব চালিয়ে যাচ্ছে। এসব ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আমরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *