আশরাফুল শ্রাবন টঙ্গী প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুর-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী প্রভাষক বশির উদ্দিনের নেতৃত্বে এক বিরাট বর্ণাঢ্য আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়। এতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
বুধবার বিকেলে টঙ্গী আউচ পাড়া এলাকা থেকে র্যালী বের হয়ে টঙ্গীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টঙ্গী কলেজ গেইট গিয়ে শেষ হয়। র্যালী শেষে এক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রভাষক বশির উদ্দিন। বক্তব্যে বলেন, ‘বিএনপি বাংলাদেশের একটি জনপ্রিয় রাজনৈতিক দল। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আমাদের দল অবিচল রয়েছে। আগামী দিনেও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আমরা রাজপথে থাকব।’এসময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। শান্তিপূর্ণভাবে এই শোভাযাত্রা শেষ হওয়ায় এবং এতে অংশগ্রহণ করার জন্য প্রভাষক বশির উদ্দিন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।