টঙ্গীতে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির সদস্য সংগ্রহ ও ফরম বিতরণ

আশরাফুল শ্রাবন : ​গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা বিএনপির উদ্যোগে অত্যন্ত সফলভাবে ‘বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও ফরম বিতরণ কর্মসূচী-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি, ২০২৫) বিকাল ৩ টায় টঙ্গীর ৫৪ নং ওয়ার্ড আউচ পাড়া এলাকায় অবস্থিত গাজীপুর ৬ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী এবং টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিনের বাসভবনে এই গুরুত্বপূর্ণ ফরম বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​আলোচনা সভায় সভাপতিত্ব করেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন। টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব মোঃ আসাদুজ্জামান নূর (ভিপি) এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর আলমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে টঙ্গী পশ্চিম থানা বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

​অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে প্রভাষক বসির উদ্দিন তাঁর বক্তব্যে জামায়াতে ইসলামীর তীব্র সমালোচনা করে তাদের ‘ধর্মব্যবসায়ী’ বলে আখ্যা দেন। তিনি বলেন, “জামায়াত জন্মলগ্ন থেকে ষড়যন্ত্র করে আসছে, তারা নানা ষড়যন্ত্র করে যাচ্ছে সেদিকে নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। জামায়াত কোনো ধর্মীয় দল নয়, তারা হলো ধর্মব্যবসায়ী।”

“তারা ধর্মের কথা বলে সহজসরল মানুষকে বোকা বানাচ্ছে, তাদের কর্মকাণ্ডে ধর্মীয় কোনো কিছু দেখি না। নির্বাচনকে ঘিরে জামাতের ষড়যন্ত্রের বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

​গাজীপুর ৬ আসন থেকে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশার কথা জানিয়ে প্রভাষক বসির উদ্দিন বলেন, “আমি গাজীপুর ৬ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী। দল থেকে আমাকে নমিনেশন দিলে বিপুল ভোটে ধানের শীষের বিজয় উপহার দিবো ইনশাআল্লাহ।” একই সঙ্গে তিনি সাংগঠনিক ঐক্যের ওপর জোর দিয়ে বলেন, “দল যাকে নমিনেশন দিবে সব ভেদাভেদ ভুলে তার পক্ষেই কাজ করবো এবং ধানের শীষের বিজয় করবো।”

​কর্মসূচীতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত হয়ে বিএনপির প্রাথমিক সদস্যপদ সংগ্রহ করেন। নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, এই কর্মসূচীর মাধ্যমে টঙ্গী পশ্চিম থানা বিএনপি আরও সুসংগঠিত হবে এবং ভবিষ্যতে সকল আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com