টঙ্গীতে পূর্বাশার আলো ফাউন্ডেশনের পাঠাগার উদ্ভোধন

টঙ্গী(গাজীপুর)প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে একটি সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে গাজীপুরের টঙ্গীতে স্মরণসভা, দোয়া মাহফিল ও পাঠাগার উদ্বোধন করা হয়েছে  ।

সোমবার রাত আটটার দিকে টঙ্গীর বউ বাজার এলাকায় পূর্বাশার আলো ফাউন্ডেশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনটির সহ-সভাপতি মো.আশরাফ আলীর সভাপতিত্ত্বে স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বাশার আলো ফাউন্ডেশনের সভাপতি মো. নাঈমুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,সংগঠনটির সাধারণ সম্পাদক মো.সাকিবুল হাসান শাওন ও সাংগঠনিক সম্পাদক রবিউল আউয়াল,আরিফ,রনি,তারেক প্রমূখ।

বক্তারা বলেন,পূর্বাশার আলো ফাউন্ডেশন একটি সমাজকল্যাণ মূলক সংগঠন।গাজীপুর মহানগরীর ৪৫ নং ওয়ার্ডে সংগঠনটি কার্যক্রম শুরু হয়েছে। সংগঠনের পক্ষ থেকে আজ পাঠাগার উদ্ভোধন করা হয়েছে। কিশোর ও তরুণদের মাঝে বই পড়ার আগ্রহ বাড়াতেই আমাদের এ উদ্যোগ। 

স্মরণ সভায় ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে শহীদ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।