টঙ্গীতে পাজেরো গাড়ি থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। 

এম এস আই জুয়েল পাঠান ঃ– গাজীপুরের টঙ্গীতে  একটি পাজেরো গাড়ি থেকে তিন বস্তা গাঁজা উদ্ধার করেছে ট্রাফিক পুলিশ ও টঙ্গী পশ্চিম থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাটা গেট এলাকায় এ ঘটনা ঘটে। এসময় স্থানীয়দের সহায়তায় গাড়ি চালককে গ্রেফতার করা হয়। পুলিশ জানায় তিনটি বস্তার ভিতরে ২৫ টি বান্ডেল করা গাঁজার পরিমান সর্বমোট ৫০ কেজি।

গ্রেফতার চালক খোকন মিয়া (৩৮) লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার কালিকাপুর গ্রামের আহম্মদ উল্লাহর ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, গাজীপুর থেকে ঢাকাগামী একটি পাজেরো জিপ (ঢাকা মেট্রো-ঘ-১৩-০৩৬৮) একটি কলেজ গেট এলাকায় একটি রিকশাকে চাপা দিয়ে পালানোর চেষ্টা করে। এসময় একটি মোটরসাইকেল গাড়িটিকে ধাওয়া দিয়ে ধরার চেষ্টা করলে বাটা গেট এলাকায় এসে ইউটার্ন করে আবরো গাজীপুরের দিকে যাওয়ার চেষ্টা করে পাজেরো গাড়িটি। দ্রুতগতিতে পালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে আইল্যান্ডে ধাক্কা লেগে দুর্ঘটনা কবলিত হয়ে গাড়িটি। 

এসময় স্থানীয়রা গাড়ি চালককে আটক করে পুলিশকে খবর দিলে। টঙ্গী পশ্চিম থানা পুলিশ গাড়িটি তল্লাশি করে তিন বস্তা (৫০ কেজি) গাঁজা উদ্ধার করে। 

বিষয়টি নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) এন এম নাসির উদ্দিন বলেন , পাজেরো গাড়ি থেকে কস্টেপ মোড়ানো ২৫ পেকেটে দুই কেজি করে আনুমানিক ৫০ কেজি গাঁজা উদ্ধার ও একজন গ্রেফতার হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *