নিজস্ব প্রতিবেদক: টঙ্গীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার ও বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার বিকালে টঙ্গী নতুনবাজার এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে টঙ্গী-কালীগঞ্জ ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণস্থান প্রদক্ষিণ করে স্টেশন রোড এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
গাজীপুর মহানগর তারেক জিয়া পরিষদ এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে। মহানগর তারেক জিয়া পরিষদের আহ্বায়ক সাব্বির আহমেদের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ বীর রহমানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন তারেক জিয়া পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক আমিনুল ইসলাম সোহাগ। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন গাজীপুর মহানগর বিএনপি নেতা সরকার শাহনূর ইসলাম রনি।
এছাড়াও নূরুল ইসলাম সরকার মুক্তি পরিষদ কেন্দ্রীয় কিমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন, নুরুল ইসলাম সরকার মুক্তি পরিষদের আহ্বায়ক পীরজাদা মো: নোয়াব আলী, আবু সাঈদ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন, শেখ কামরুল হাসান শাহা,, সাংবাদিক শামীমা খানম সাংবাদিক মাহবুবুর রহমান, সাংবাদিক শারমিন খানম, মো: আবু জাফর আলী, তৈয়বুর রহমান উজ্জল, মো: লিটন, আসিকুর রহমান প্রমুখ।
এ সময় নুরুল ইসলাম সরকার মুক্তি পরিষদের আহ্বায়ক পীরজাদা মো: নোয়াব আলী বলেন, গাজীপুরের মাটি ও মানুষের প্রিয় নেতা, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকারকে নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে। আমরা প্রধান উপদেষ্টা নিকট তার মুক্তির দাবি জানাচ্ছি। তা না হলে মুক্তি পরিষদের পক্ষ থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে তিনি জানান।