মাহবুব আলম জুয়েল : গাজীপুর ৬ নবগঠিত আসনকে স্বাগত জানিয়ে গাজীপুর মহানগরের ৫৫নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনসমূহ এক মতবিনিময় সভার আয়োজন করেন। গতকাল সন্ধ্যায় টঙ্গী মিলগেট এলাকায় এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি এবং গাজীপুর-৬ আসনের মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন হাওলাদার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক হিসেবে রাজনীতিতে আমার পথ পদবী নিয়ে পথ চলা তারপর থেকে আজকে পর্যন্ত শহীদ জিয়াউর রহমানের আদর্শ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শ নিয়ে আমি জাতীয়তাবাদী শক্তির পক্ষে কাজ করে আসছি। কখনো দলের বাইরে কোন রাজনৈতিক কর্মকাণ্ডের চিন্তাভাবনা করিনি আমি সবসময় চিন্তাভাবনা রাখি যে আমার ধারা কিংবা আমার সাথে যারা কাজ করে কাজ করেন সাধারণ মানুষের যেন কোনো ক্ষতি না হয় এবং দলের কোন সুনাম নষ্ট না হয়। আগামী দিনে দল যেখানে আমাকে কাজে লাগাবে আমি সেখানে কাজ করতে ইচ্ছুক। এ যাবৎ কালে আমি মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতির দায়িত্ব পালন করতে গিয়ে গাজীপুরের সর্বোচ্চ মামলার আমি আসামী হই। একাধিক বার আমি কারাবরণ করি দলের কাজ করতে গিয়ে। যখনই জেলখানা থেকে আমি বের হই জামিনের পর আবার আমি একাধিকবার আমি এরেস্ট হই। আমাদের নেতা তারেক রহমান আগামী দিনে দলের ত্যাগী নেতাকর্মী পরীক্ষিত নেতা কর্মীদের যাচাই-বাছাই করার সিদ্ধান্ত নিয়েছে। আপনারা যদি মনে করেন আমি দলের একজন বিশ্বস্ত সৈনিক আমি দলের আদর্শ ও নীতি নিয়ে কাজ করতে পারবো আগামী জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর ৬ আসনে আমি দলের কাছে নমিনেশন প্রার্থী হবো। দল যাকেই নমিনেশন দেয় আমি আপনাদের সাথে নিয়ে তার পক্ষেই কাজ করব। আমার ধারা যদি কখনো দলের ক্ষতি হয় আপনারা যদি আমার সামনা সামনি বলতে না পারেন আমার মেসেঞ্জারে জানাবেন। আমি চেষ্টা করব সংশোধন হতে আর যদি সংশোধন হতে না পারি দলের কর্মকান্ড থেকে অব্যাহতি নিব। কিন্তু আমি চাই আমার দ্বারা যেন দলের কোন ক্ষতি না হয় , শুধু আমি না আমার কর্মী ধারা যেন দলের কোনো ক্ষতি না হয়। এই আসনে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে আমরা মাঠে আছি। গাজীপুর-৬ এর মানুষ পরিবর্তন চায়।”
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সাবেক কাউন্সিলর শ্রমিক জননেতা আবুল হাশেম, টঙ্গী থানা বিএনপি’র সাবেক সহ-সভাপতি হাজী দুলাল, বৃহত্তম টঙ্গী থানা সাবেক প্রচার সম্পাদক জামাল হোসেন ৫৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবু শাকিল, টঙ্গী পশ্চিম থানার বিএনপির সদস্য আল-আমীন, টঙ্গী পশ্চিম থানা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইকবাল, ৫৫ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিকসহ গাজীপুর মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীগন।