টঙ্গীতে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচি….

কামরুল হাসান রনি : গাজীপুরের টঙ্গী ৪৯নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচি পালন করা হয়েছে। নিদিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলি, নিজেকে সুস্থ রাখি এই স্লোগানকে সামনে রেখে গতকাল মঙ্গলবার দুপুরে বৃহত্তর টঙ্গী থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম কামুর নেতৃত্বে মশক নিধন অভিযান পরিচালিত হয়েছে।

এরশাদ নগর ১নং ব্লক শিশু হাসপাতাল থেকে শুরু করে বিভিন্ন স্থানে মশার প্রজনন স্থল ধ্বংস করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, পূর্ব থানা বিএনপি’র সাবেক আহ্বায়ক মজিবুর রহমান, ওয়ার্ড বিএনপি’র নেতা সোহেল চৌধুরী, বাবুল চৌধুরী, মিরাজ মিয়া, জিয়া উদ্দিন, মোজাম্মেল হক, হারুন মিয়া বাবুল, আলাউদ্দিন, আশেক, কামাল প্রমূখ।

বৃহত্তর টঙ্গী যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম কামু বলেন, ঘরে ঘরে ডেঙ্গূ, এই ডেঙ্গু মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। তাই সবাইকে সচেতন থাকতে হবে। ডেঙ্গু প্রতিরোধে আমাদের মশক নিধন কর্মসুচি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।