টঙ্গীতে জমির মালিক কর্তৃক ভাড়াটিয়া হয়রানির স্বীকার !

মাহাবুবুর রহমান : মদিনা ওয়াসিং কোম্পানির জমির মালিক কর্তৃক ভাড়াটিয়া কাজী মুস্তাফিজুর রহমান এর হয়রানির স্বীকারের অভিযোগ পাওয়া গেছে। দুইটি ষড়যন্ত্রমূলক মামলা, আগুন লাগিয়ে মদিনা ওয়াশিং কোম্পানির  ক্ষতি, উচ্ছেদের মামলা করেও বাড়িওয়ালা হাফিজুর রহমান বাবু, আবারো  মারধর করে উল্টো আবার থানায় এসে মিথ্যা অভিযোগ করেন ভাড়াটিয়া কাজী মোস্তাফিজুরের নামে। গত ১৫ই নভেম্বর একটি লিখিত অভিযোগ করেন কাজী মুস্তাফিজুর রহমান।

জানজায় গত ২৪ বছর যাবত হাফিজুর রহমানের জায়গা ভাড়া নিয়ে মদিনা ওয়াসিং কোম্পানি পরিচালনা করতেন তিনি। ২০১৩ সাল থেকে হাফিজুর রহমান ভাড়াটিয়া কাজী মোস্তাফিজুর রহমানকে মদিনা ওয়াসিং কোম্পানি  থেকে উচ্ছেদ করার জন্য বিভিন্ন ঝামেলা ও ঝগড়া করে আসছেন। শুধু তাই নয় কাজী মোস্তাফিজুর এর নামে একাধিক মামলা করেন থানায় ও কোর্টে। অবশেষে ওয়াশিং কোম্পানিতে আগুন লাগিয়ে দেন হাফিজুর রহমান বাবু। আগুন লাগানোর বিষয়ে কাজী মোস্তাফিজুর রহমানকে জেল খাটান মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে হাফিজুর রহমান।

উক্ত ঘটনার সূত্র ধরে ১৫ই নভেম্বর বেলা ১১ ফ্যাক্টরির মধ্যে  গেলে কাজী মোস্তাফিজুর রহমানকে মেরে আহত করেন  বাড়িওয়ালা হাফিজ। অভিযোগের বিষয়ে এস আই এহতেহাসান জানান, মারামারির ঘটনাটি সত্য। অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।

অভিযুক্ত হাফিজুর রহমান বাবু জানান, কোটি টাকা ভাড়া পাবেন, মারধরের বিষয় অস্বীকার করেন।

কাজী মোস্তাফিজুর রহমান জানান, মিথ্যা অভিযোগ করে নানাভাবে হয়রানি করে কোটি টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টায় হাফিজুর রহমান বাবু।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।