টঙ্গীতে ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

টঙ্গী(গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে টঙ্গীর হিমারদীঘি মাঠে এ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। 

টঙ্গী ক্রিকেট একাডেমীর উদ্যোগে উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন, টঙ্গী ক্রিকেট একাডেমী বনাম আশুলিয়া এসপিআর ক্রিকের্টাস। উদ্বোধনী খেলায় টঙ্গী ক্রিকেট একাডেমীকে আশুলিয়া এসপিআর ক্রিকের্টাস দলপরাজিত করে।

বিকেলে খেলা শেষে টঙ্গী ক্রিকেট একাডেমির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন, সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. আরিফ হোসেন হাওলাদার।

খেলায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন,গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমদ সুমন,সাধারণ সম্পাদক গাজী সালাহউদ্দিন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক বশির আহমেদ, সদস্য সচিব আসাদুজ্জামান নূর, বিএনপি নেতা বেনজির আহমেদ,সেচ্ছাসেবক দলের নেতা  

আরিফুর হক প্রধান সুবেল,ছাত্রদল নেতা রসিদ মোল্লা, টঙ্গী ক্রিকেট একাডেমীর সাধারণ সম্পাদক রুবেল মন্ডল প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।