টঙ্গীতে এরশাদ নগর ১নং ব্লক বাসীর উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত

কাজী কেয়া গাজীপুর: গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৯ নং ওয়ার্ড, এরশাদ নগর ১নং ব্লক বাসীর উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে এরশাদ নগর এলাকার ২ নং ব্লকের নামার রাস্তায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উক্ত উঠান বৈঠকে ৪৯ নং ওয়ার্ড বিএনপি’র যুগ্ম সম্পাদক ও জিসাস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ বাবুল চৌধুরীর সঞ্চালণায়, ১নং ব্লক যুবদল এর সংগ্রামী সভাপতি মোঃ বাবুল হোসেনের (কসাই বাবুল) সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বৃহত্তর  টঙ্গী থানা যুবদল এর ১নং সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল ইসলাম কামু।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ভোট আপনার অধিকার, আপনার আমানত। টাকার লোভে ভোট বিক্রি মানেই নিজের ভবিষ্যৎ নষ্ট করা। সততার পক্ষে ভোট দিন, দেশের পক্ষে সিদ্ধান্ত নিন। আপনার ভোট, আপনার শক্তি। “আমাকে যদি আপনারা যোগ্য মনে করে আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে কাউন্সিলর নির্বাচন করেন,  প্রথম কাজ হবে এলাকার সন্ত্রাস ও মাদক নির্মূলে কঠোর পদক্ষেপ গ্রহণ করা, যাতে তরুণ সমাজ সঠিক পথে এগিয়ে যেতে পারে। উন্নত ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করে জলাবদ্ধতা দূর করব এবং নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালনার মাধ্যমে ডেঙ্গু ও অন্যান্য রোগ প্রতিরোধে কাজ করব। একটি নিরাপদ, পরিষ্কার ও সুস্থ সমাজ গঠনে আমি সদা সচেষ্ট থাকব।” ইনশাআল্লাহ। “আর আমি যদি আপনাদের দেওয়া ওয়াদা না রাখতে পারি তবে আপনাদের দেওয়া যে কোন শাস্তি মাথা পেতে নিবো”। এটা আমার ওয়াদা রইল।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ৪৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ মজিবর রহমান মাষ্টার, ৪৯ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল এর প্রতিষ্ঠাতা সভাপতি ও গাজীপুর মহানগর যুবদল এর সাবেক সদস্য মোঃ আলাউদ্দিন কন্ট্রাক্টর, টঙ্গী পূর্ব থানা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মিরাজ মিয়া, ৪৯ নং ওয়ার্ড যুবদল এর সাবেক সিনিয়র সহ-সভাপতি কৃষক মনির, সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন স্বপন, ২নং ব্লক বিএনপির সাধারণ সম্পাদক মনসুর কন্টাকটর, ২নং ব্লক যুবদল এর সাধারণ সম্পাদক আশেক আলী, ১নং ব্লক যুবদল এর সাধারণ সম্পাদক মনির হোসেন,  ৪নং ব্লক বিএনপির সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক হামিদ চাকলাদার, গাজীপুর মহানগর ছাত্রদল এর সাবেক সহ-সাধারণ সম্পাদক রমজান আলী বাবু, টঙ্গী পূর্ব থানা মহিলা দল এর দপ্তর সম্পাদক হালিমা আক্তার সুমি, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দল এর সাবেক সহ-প্রশিক্ষণ সম্পাদক আবুল খলিফা, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দল এর আহবায়ক সদস্য আব্দুল জলিল, ৪৯ নং ওয়ার্ড মহিলা দলনেত্রী, লাইলী বেগম,পিয়ারা, বেলী বেগম, মায়া,পান্না, মুক্তা, সূর্যবান, রোকসানা সহ অন্যান্য মহিলা দলের নেতৃবৃন্দ এবং বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *