টঙ্গীতে আলোচিত সন্ত্রাসী মঞ্জু গ্রেপ্তার

টঙ্গী প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর আলোচিত একাধিক মামলার আসামি মঞ্জুর হোসেন মঞ্জুকে (২৫) গ্রেপ্তারের পর জেলহাজতে পাঠিয়েছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। সোমবার (০৯ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তাকে আটক করে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

পরে থানায় করা মারধর ও ককটেল বিস্ফোরণের অভিযোগে তাকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

 বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানায় ও উত্তরা পূর্ব থানায় দুটি পৃথক হত্যা মামলা রয়েছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত ২৬ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে টঙ্গীর এরশাদ নগর এলাকার ৫ নম্বর ব্লকের বাসিন্দা বেলীর (৪৫) বাসার সামনে মঞ্জু ও তার সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে দলবদ্ধ হয়ে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়।

এসময় বেলীর মেয়ে ও উত্তরা ক্রিডেন্স কলেজের ছাত্রী মাহফুজা আক্তার বাসা থেকে বের হলে এলোপাতাড়ি আঘাত করে রক্তাক্ত করে মঞ্জু ও তার বাহিনী।

এ ঘটনার পর বেলী বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগটি আমলে নিয়ে সোমবার রাতে তাকে আটক ও পরে মামলায় গ্রেপ্তার দেখায় টঙ্গী পূর্ব থানা পুলিশ।

এদিকে টঙ্গী ৪৯ নম্বর ওয়ার্ড এরশাদ নগর এলাকায় বিভিন্ন ব্লকের বাসিন্দারা নাম প্রকাশ না করার শর্তে জানান, মঞ্জুর সন্ত্রাসী বাহিনীর তাণ্ডবে আতঙ্কিত এলাকাবাসী।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কায়সার আহমেদ জানান, তার বিরুদ্ধে আমাদের থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছিল বেলী নামের এক ভুক্তভোগী। অভিযোগটি আমলে নিয়ে তদন্ত শেষে ঘটনায় সম্পৃক্ততা পাওয়ায় মঞ্জুকে প্রথমে আটক ও পরে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *