টঙ্গীতে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে দুই গ্রুপে সংঘর্ষ,,,

মোঃ আশরাফুল ইসলাম : গাজীপুরের টঙ্গীতে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুপক্ষের কয়েক দফা সংঘর্ষের ঘটনায় ১০ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার এরশাদনগর এলাকায় রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত এ সংঘর্ষ চলে। জানা গেছে, এরশাদনগর এলাকায় বিএনপি নেতা কামরুল ইসলাম কামু ও লিপু মোল্লা গ্রুপের সঙ্গে টিভি আনোয়ার গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে আগে থেকেই শত্রুতা রয়েছে। এর জেরে অ্যাপার্টমেন্টে মাটি ফেলা কেন্দ্র করে মঙ্গলবার রাতে কামু গ্রুপ ও আনোয়ার গ্রুপের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণও ঘটানো হয়। এ সময় ঘটনাস্থলে অন্তত ১০ জন আহত হন। পরে খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশের একাধিক টিম গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

টঙ্গী পূর্ব থানার ওসি কায়সার আহমেদ বলেন, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হলে ঘটনা তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।