টঙ্গীতে অপপ্রচারকারীর বিরুদ্ধে সংবাদ সম্মেলনে জাভান হোটেল কর্তৃপক্ষ…..

এম এস আই জুয়েল পাঠান :-  টঙ্গীতে অবস্থিত জাভান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট-এর উদ্যোগে সোমবার (১০ নভেম্বর) দুপুরে হোটেলের কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আ.ন.ম. আনিসুল হক আনসারী লিখিত বক্তব্যে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি  ভিডিও প্রচার নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন। তিনি বলেন, সম্প্রতি ‘জাভান হোটেল অ্যান্ড বার’ নামে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবে প্রচার করা হচ্ছে। এটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। ভিডিওতে প্রদর্শিত কোনো দৃশ্য বা ঘটনা আমাদের হোটেলের সঙ্গে কোনোভাবে সম্পর্কিত নয়।  আরও বলেন,এই ধরনের বিভ্রান্তিকর প্রচারণা আমাদের প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করার অপচেষ্টা মাত্র। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় সুশৃঙ্খল ভাবে হোটেল পরিচালনা করছি। প্রশাসনের নিয়মিত তদারকি ও নির্দেশনা অনুযায়ী আমাদের সকল কার্যক্রম সম্পন্ন হয়। 

প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আনিসুল হক আনসারী  আরও উল্লেখ করেন, আমাদের হোটেলে কোনো বেআইনি কার্যক্রম বা অনৈতিক সেবা প্রদান করা হয় না। বরং এটি একটি পারিবারিক পরিবেশের রেস্টুরেন্ট ও হোটেল, যেখানে নিরাপত্তা ও সেবার মান রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয় । সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিক ও অতিথিদের তিনি অনুরোধ জানান, যাচাই-বাছাই ছাড়া কোনো বিভ্রান্তিকর তথ্য প্রকাশ না করতে। একই সঙ্গে তিনি সকল গণমাধ্যমকর্মীকে সঠিক তথ্য প্রচারের মাধ্যমে সত্য উদঘাটনে সহযোগিতা করার আহ্বান জানান। সংবাদ সম্মেলনে স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com