জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচনে অংশ নেবে না এনসিপি -নাহিদ ইসলাম

মোঃ ইসমাইল হোসেন (নীলফামারী প্রতিনিধি): জুলাই সনদ বাস্তবায়নের জন্য সারাদেশে এনসিপির পদযাত্রা কর্মসূচীর অংশ হিসেবে এক পথ সভায় জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া কোনো নির্বাচনে অংশ নেবে না এনসিপি। তিনি আজ ৩ জুলাই বৃহস্পতিবার দুপুরে নীলফামারীর চৌরঙ্গী মোড়ের পথ সভায় জনতার উদ্দেশ্য একথা বলেন।

এসময় সাথে থাকা দক্ষিণ অঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, বর্তমানে যে সংবিধান রয়েছে তা হলো আওয়ামী লীগের সংবিধান তাই এই সংবিধান বাতিল করে নতুন সংবিধান তৈরি করে তবেই নির্বাচনে যাবে এনসিপি। এনসিপির কেন্দ্রীয় আহবায়ক নাহিদ ইসলাম আরও বলেন, উত্তরাঞ্চল থেকে শুরু হওয়া দেশগড়ার পদযাত্রায় মানুষের ব্যাপক সাড়া মিলছে। আমরা খুব শিগগিরই এই কর্মসূচি দেশব্যাপী ছড়িয়ে দেবো।

তিনি বলেন শুধু রাজধানী ঢাকার উন্নয়ন নয়, উন্নয়ন চিন্তা থাকতে হবে সমগ্র বাংলাদেশ কে নিয়ে। নীলফামারী জেলা এনসিপির প্রধান সমন্বয়ক মোহাম্মদ আব্দুল মজিদ এর আয়োজিত পদযাত্রার পথসভায় নাহিদ ইসলামের সহযাত্রী হিসেবে ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা এবং নীলফামারী জেলার সমন্বয়ক আক্তারুজ্জামান খান, সামসুল হক, আমন্ত্রিত অতিথি ডাঃ কামরুল ইসলাম দর্পন এবং উপস্থিত ছিলেন নীলফামারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর আহবায়ক মেহেদী হাসান আশিক, সদস্য সচিব আলিফ সিদ্দিকী প্রান্তর ও ছয় উপজেলা থেকে আসা সমন্বয়ক কর্মী বৃন্দ।

পদযাত্রায় সৈয়দপুর হাতিখানা কবরস্থানে শহীদ মো: শাজ্জাত হোসেনের কবর জিয়ারত করেন।আহত-নিহত ও পরিবার এবং জেলার বিভিন্ন স্হানে জনসাধারণের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন এনসিপির নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *