জুলাই সনদ নিয়ে মতামত জমা দিয়েছে বিএনপি

বাসস: জুলাই সনদ নিয়ে দলীয় মতামত ঐক্যমত্য কমিশনে জমা দিয়েছে বিএনপি।

দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ঐক্যমত্য কমিশনে তা আজ বুধবার সন্ধ্যায় জমা দেন।

এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি আজ জানান, জুলাই সনদের খসড়ায় মতামত আজ সন্ধ্যায় ঐক্যমত্য কমিশনে জমা দেওয়া হয়েছে।

ঐকমত্য কমিশন সংলাপ বিষয়ে বিএনপির দলনেতা ও দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বিষয়টি নিশ্চিত করেন।

সংস্কার প্রস্তাবগুলো নিয়ে তৈরি করা হচ্ছে ‘জুলাই জাতীয় সনদ’। গত ২৯ জুলাই দলগুলোকে জুলাই সনদের একটি খসড়া দিয়েছিল জাতীয় ঐকমত্য কমিশন। সেটি নিয়ে দলগুলোর মতামতের ভিত্তিতে তৈরি করা হয় ‘সমন্বিত খসড়া’, যা গত শনিবার সন্ধ্যায় দলগুলোর কাছে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com