চ্যানেল7বিডি ডেক্স: জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে জুলাই সনদ তৈরি করাই কমিশনের চূড়ান্ত লক্ষ্য। সংস্কার ছাড়া মুক্তি নেই বলেও তিনি মন্তব্য করেন।
জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে জুলাই সনদ তৈরি করাই কমিশনের চূড়ান্ত লক্ষ্য। এই সনদ চূড়ান্ত হলে তার বাস্তবায়নের পথও সুগম হবে।
শনিবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রথম সংলাপে প্রধান উপদেষ্টা ড. ইউনূস এ কথা বলেন। তিনি বৈঠকের সমাপনী বক্তব্যে গভীর সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং রাজনৈতিক দলগুলোকে তাদের মতামত স্পষ্টভাবে জানানোর আহ্বান জানান।
সংস্কার নিয়ে রাজনৈতিক ঐকমত্যের আহ্বান
প্রধান উপদেষ্টা বলেন, সংস্কার গভীরভাবে হতে হবে। রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে— তারা আমাদের প্রস্তাবের সঙ্গে একমত কি না, সংশোধনী চান কি না বা কোন বিষয়গুলোর সঙ্গে দ্বিমত পোষণ করেন। তাহলেই চূড়ান্তভাবে জুলাই সনদ তৈরি করা সম্ভব হবে।
ড. ইউনূস আরও বলেন, এই সনদ ছাড়া আমাদের মুক্তি নেই। রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতেই এটি তৈরি হবে এবং পরবর্তী সময়ে তা প্রকাশ করা হবে। এতে জনগণ জানতে পারবে কোন দল কতগুলো প্রস্তাবে একমত হয়েছে।
জুলাই সনদ সংরক্ষণের পরিকল্পনা
প্রধান উপদেষ্টা জানান, জুলাই সনদ ঐতিহাসিক দলিল হিসেবে যাদুঘরে সংরক্ষণ করা হবে। এছাড়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষার জন্য জাতীয় ঐকমত্য কমিশনের অফিসে একাধিক টেলিফোন চালু করা হবে।
সংস্কারের বিষয়ে জাতীয় ঐকমত্যের প্রয়োজনীয়তা তুলে ধরে ড. ইউনূস বলেন, সংস্কার না হলে আমাদের মুক্তি নেই। জনগণ প্রশ্ন করবে— কেন সনদে সই হলো না, কেন সংস্কার বাস্তবায়ন হলো না? সংস্কার কোনো দূরের বিষয় নয়, এটি প্রতিদিনের বাস্তবতা। তাই এখনই সিদ্ধান্ত নিতে হবে।
তথ্যসূত্র: বাসস