জুলাই সনদে এনসিপির পরেও অংশগ্রহণের সুযোগ আছে : ধর্ম উপদেষ্টা

বাসস : জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অংশ গ্রহণ না করলেও পরেও অংশ গ্রহণের সুযোগ আছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

তিনি আজ শুক্রবার সন্ধ্যায় সাভারের আশুলিয়ার বাইপাইলে সাভার বন বিহারে বৌদ্ধদের কঠিন চীবর দান অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান।

এসময় ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, জুলাই সনদ নিয়ে এনসিপির যে ডিমান্ড রয়েছে, সেগুলো সরকার বিবেচনা করবে।

উপদেষ্টাদের সেইফ এক্সিট প্রসঙ্গে ধর্ম উপদেষ্টা বলেন, আমাদের সেইফ এক্সিটের প্রয়োজন নেই। আমি সারা জীবন শিক্ষকতা করেছি, আমার ঢাকা কিংবা চট্টগ্রামে বাড়িও নেই, আর বিদেশে যাওয়ার তো প্রশ্নই উঠে না।

তিনি বলেন, আমরা একটা জটিল ও কঠিন সময়ে দায়িত্ব নিয়েছি। তখন কোনো কিছুই ঠিক ছিলো না। অর্থনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনো কিছুই ঠিক ছিল না। ১৫ মাস ধরে আমরা রাত-দিন পরিশ্রম করে দায়িত্ব পালন করছি, অনেক চেষ্টা করছি, কাজ করে যাচ্ছি, এখন পরিস্থিতি অনেক ভালো।

আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিজয়ী দলের কাছে আমরা ক্ষমতা হস্তান্তর করতে চাই বলেও জানান তিনি।

এসময় আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social Media Auto Publish Powered By : XYZScripts.com